Site icon The News Nest

বিমা বিলের বিরোধিতায় সংসদে আত্মহত্যার চেষ্টা করলেন মৌসম বেনজির নূর

mausom noor

পেগাসাস ইস্যুতে বিরোধী বিক্ষোভের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায় জেনারেল ইনসিওর‍্যান্স বিজনেস বিল ২০২১।  অভিযোগ, এরপর রাজ্যসভায বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানানো হলে, বিরোধীদের গুরুত্ব না দিয়েই পাস করিয়ে নেয় সরকার।  বিক্ষোভ চলাকালীন গলায় প্রতীকী ফাঁস লাগিয়ে প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর।

অভিযোগ, জেনারেল ইনসিওর‍্যান্স বিজনেস বিলটি বিসনেজ অ্যাডভাইজারি কমিটির আওতায় ছিল না, রাজ্যসভায় পৌঁছনোর পর এটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেন বিরোধীরা। বিষয়টি গুরুত্ব না দিয়েই বুধবার রাজ্যসভায় বিলটি পাস করিয়ে রাতারাতি আইনে পরিবর্তিত করার চেষ্টা করে সরকার।   সিপিআই সাংসদ বিনয় বিশ্বম রিপোর্টাস টেবিলে উঠে হৈচৈ শুরু করলে মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।  মার্শাল দিয়ে সাংসদের ধাক্কা দিয়ে সরানো হয় রিপোর্টাস টেবিলের সামনে থেকে, হেনস্থা করা হয় মহিলা সাংসদদের।ঘটনার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস।

আরও পড়ুন: পোস্টারে ‘কন্যাশ্রী’ হল ‘কন্নাশ্রী’, ‘চাই’-এ উলটে গেল ‘ই’-বিক্ষোভ দেখাতে গিয়ে লোক হাসালেন Dilip Ghosh

বিমা বিল পাসের পদ্ধতি নিয়ে সরকারকে তুলোধোনা করেন তৃণমূলের রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রেয়েন। ঘটনার তীব্র প্রতিবাদ করে ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ বিজয়সাই রেড্ডি বলেন,  বিলটির বৃহত্তর প্রভাব বোঝার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো প্রয়োজন ছিল। আরজেডি সাংসদ মোনজ কে ঝা বলেন, এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। চেয়ারম্যানের উপস্থিতিতে বিরোধীদের গুরুত্ব না দিয়েই এইভাবে বিল পাস করিয়ে নেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে প্রতিবাদ করেন তিনি। বিলের প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়, সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সাংসদরা। বিলটিতে।জেনারেল ইনসিওর‍্যান্স বিজনেস বিলে রয়েছে বিমা কোম্পানিগুলির সরকারি খাতে অংশীদারিত্ব  কমিয়ে দেওয়া হয়েছে।  তার বদলে বেসরকারি বিনিয়োগ বাড়ানো হয়েছে।

বিলটি নিয়ে বুধবার ফের তুমুল হট্টগোল শুরু হয় সংসদে। ওয়েলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলেও মার্শাল দিয়ে তাদের বাধা দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ হট্টগোলের মধ্যেই বিলটি পাস করিয়ে নেওয়া হয় রাজ্যসভায়। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে এই দাবিতে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে রাজ্যসভায় বিক্ষোভ দেখায় কংগ্রেস।  বিরোধীদের অভিযোগ, রাজ্যসভায় মার্শাল ল চলছে। মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। এনসিপি সাংসদ শরদ পাওয়ার বলেন গণতন্ত্রে এমন ঘটনা তিনি আগে কখনও দেখাননি।

আরও পড়ুন: চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন আরব দুনিয়ার প্রথম মহিলা মহাকাশচারী নোরা আল মাতরুশি

Exit mobile version