Meet Aeshra Patel, supermodel from Mumbai who decided to contest Gram Panchayat elections

Aeshra Patel: গ্ল্যামার জগৎ ছেড়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন এই সুপার মডেল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রঙিন মায়াবী দুনিয়া ও গ্ল্যামারের চাকচিক্য ছেড়ে মেঠো পথে ঘুরে ঘুরে ভোট চাইছেন সুন্দরী তরুণী প্রার্থী। এই দৃশ্য বহুবার দেখা গিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। কিন্তু তা হয় বিধানসভা বা লোকসভা ভোটের ক্ষেত্রে। কিন্তু কোনও গ্ল্যামার জগতের মোহ ত্যাগ করে নিতান্ত পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন এহেন নজির অতিবড় পরিসংখ্যানবিদও দিতে পারছেন না। এমনই এক সুপার মডেল আয়েশরা প্যাটেল (Aeshra Patel)। যিনি গুজরাটের কবিতা গ্রামের ‘সরপঞ্চ’ হওয়ার জন্য লড়ছেন।

গুজরাটের এই কবিতা গ্রামেই থাকে আয়েশরার পরিবার। ২০১৭ সাল পর্যন্ত থাকতেন আয়েশরাও। তারপর মুম্বই চলে আসেন তিনি। সেখানে মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে আয়েশরাকে। সময়ের সঙ্গে সঙ্গে মডেলিংয়ের জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। হয়েছেন সুপারমডেল।

 

View this post on Instagram

 

A post shared by Aeshra Patel (@aeshra_patel)

আরও পড়ুন: সন্তান হত্যার প্রতিশোধ, এক মাসে ২৫০ কুকুর ছানাকে মারল ‘বানর সেনা’

প্রচুর কাজ করেছেন আয়েশরা। গ্ল্যামারের জগতে পেয়েছেন খ্যাতি, উপার্জন করেছেন অর্থ। কিন্তু মাটির টান উপেক্ষা করতে পারেননি। যে মেয়ে একদিন বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, সেই মেয়েই গ্রামের মেঠো রাস্তায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়ে প্রচার করেছেন। স্টারের দ্যুতি ছেড়ে একেবারে ঘরের মেয়ের মতো সকলের সঙ্গে মিশে প্রচার করেছেন।

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়ে প্রচার করেছেন বাড়ি বাড়ি। তিনি সঙ্গে পেয়েছেন এলাকারই বহু মহিলাকে। স্টারের দ্যুতি ছেড়ে নতুন করে কবিতা গ্রামের ঘরের মেয়ে উঠেছেন আয়েশরা। তবে রাজনীতি তাঁর কাছে অপরিচিত নয়। ছোটবেলা থেকেই দেখে আসছেন বাবাকে। তার বাবা নরহরি প্যাটেল দু’বার পঞ্চায়েত ভোটে জিতেছেন। ওই গ্রামেরই সরপঞ্জ হয়েছিলেন। কিন্তু মডেলিংয়ে প্রচুর খ্যাতি ও সম্মান পাওয়ার পরও যেভাবে গ্রামের পঞ্চায়েত ভোটে লড়াই করতে এসেছেন তাতে কম অবাক হননি গ্রামের বাসিন্দারাও।

আরও পড়ুন: রাজস্থানে মোক্ষম ধাক্কা খেল বিজেপি, পঞ্চায়েত নির্বাচনে প্রায় দ্বিগুন আসন পেল বিরোধীরা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest