Migrant workers included in 'Ujjwala 2.0'

‘উজ্জ্বলা ২.০’-এ অন্তর্ভুক্ত পরিযায়ী শ্রমিকরা, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ‘দরাজ’ প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মঙ্গলবার উজ্জ্বলা প্রকল্পের দ্বিতীয় সংস্করণের (উজ্জ্বলা ২.০) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে প্রকল্পের আওতায় আরও এক কোটি উপভোক্তাকে রান্নার গ্যাস প্রদান করা হবে।

উদ্বোধনের পর এদিন ভার্চুয়াল পদ্ধতিতেই ১০ জন গরিব মহিলাকে বিনা পয়সায় গ্যাসের কানেকশন প্রদান করেছেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মাহোবা জেলার ১০ জন মহিলা এদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নিখরচায় গ্যাসের কানেকশন পেয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন গ্যাসের কানেকশন সংক্রান্ত জরুরি কাগজপত্র ওই ১০ মহিলার হাতে তুলে দিয়েছেন।

২০২১-২২ সালের আর্থিক বাজেটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও এক কোটি গ্যাসের কানেকশন দেওয়ার ঘোষণা করা হয়। যাঁরা আগের বার এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি সেই মহিলাদের এবারের প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত হয়। টাকা জমা ছাড়াই এলপিজি সংযোগের পাশাপাশি উজ্জ্বলা ২.০এ-এর সুবিধাভোগীদের প্রথম রিফিল এবং প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আসতে গেলে ন্যূনতম কাগজপত্রের প্রয়োজন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা ২.০-এর সুবিধা পেতে গেলে পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ত্রিপুরার পর কি তবে Assam? বিধায়ক অখিল গগৈকে জোটের প্রস্তাব Mamata’র!

একনজরে উজ্জ্বলা ২.০ যোজনা :

১) প্রথম পর্যায়ে যাঁরা (যাঁদের প্রথম দফায় দেওয়া হবে বলা হয়েছিল) গ্যাসের কানেকশন পাননি, তাঁদের জন্য ‘উজ্জ্বলা ২.০’ প্রকল্প চালু করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এক কোটি রান্নার গ্যাসের সংযোগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

২) দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ মিলবে। প্রথমবার গ্যাস ভরতে কোনও টাকা লাগবে না। উপভোক্তাদের বিনামূল্যে উনুন দেওয়া হবে।

৩) নথিভুক্তকরণ প্রক্রিয়ায় আরও সরল হয়েছে। পরিযায়ীদের রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে না। যে পরিবার এবং ঠিকানার স্বপক্ষে স্বঘোষিত ঘোষণাপত্র দিতে হবে। সেটাই যথেষ্ট।

আবেদনের শর্ত :

১) আবেদনকারীকে মহিলা হতে হবে।

২) মহিলাদের বয়স ১৮ হতে হবে।

৩) পরিবারের অন্য কারও নামে রান্নার গ্যাসের সংযোগ থাকা যাবে না।

আরও পড়ুন: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তুলতে লাগবে High Court-এর অনুমতি : সুপ্রিম কোর্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest