ফের এনকাউন্টার উপত্যকায়। বৃহস্পতিবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এখনও অবধি চলছে সেই এনকাউন্টার। শেষ খবর পাওয়া অবধি, পুলিশ ও নিরাপত্তাবাহিনর গুলিতে এখনও অবধি নিকেশ হয়েছে দুই জঙ্গি।
অবন্তীপোরার পাম্পোরের খেউ অঞ্চলে এনকাউন্টার শুরু হয়। রাজৌরির থানামান্ডি শহরেও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়, অন্যদিকে আহত হন সেনাবাহিনীর এক জওয়ানও। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
An encounter has started at Khrew, Pampore area of Awantipora. Police and security forces are on the job. Details awaited: Jammu & Kashmir Police
— ANI (@ANI) August 19, 2021
তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই দেশের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। গোয়েন্দা বাহিনীর রিপোর্টে জানানো হয়, জম্মু-কাশ্মীর সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে আগামিদিনে। একইসঙ্গে বাড়তে পারে অনুপ্রবেশের সংখ্যাও। সূত্রের খবর, সীমান্তের ও পারে লঞ্চ প্য়াডগুলিতে ইতিমধ্যেই জঙ্গি উপস্থিতি বাড়তে শুরু করেছে। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি ও আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্যের দিকেই সম্পূর্ণ নজর থাকায়, সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে তারা।
ইতিমধ্যেই নর্দান কম্যান্ডারের নির্দেশে বিশেষত কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনাও।
আরও পড়ুন: Pregnancy: ছেলে হবে না মেয়ে, বলে দেবে আপনার শরীরের এই সব লক্ষণ