Militants resume in Kashmir after Taliban return, 2 militants killed in army retaliation

Afganistan Crisis: তালিবান ফিরতেই কাশ্মীরে শুরু জঙ্গি তৎপরতা, সেনার পালটা মারে নিহত ২ জঙ্গি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের এনকাউন্টার উপত্যকায়। বৃহস্পতিবার রাত থেকেই জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এখনও অবধি চলছে সেই এনকাউন্টার। শেষ খবর পাওয়া অবধি, পুলিশ ও নিরাপত্তাবাহিনর গুলিতে এখনও অবধি নিকেশ হয়েছে দুই জঙ্গি।

অবন্তীপোরার পাম্পোরের খেউ অঞ্চলে এনকাউন্টার শুরু হয়। রাজৌরির থানামান্ডি শহরেও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়, অন্যদিকে আহত হন সেনাবাহিনীর এক জওয়ানও। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এএনআই সূত্রে খবর, পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে বেশ কিছু হাতিয়ার উদ্ধার করা হয়েছে বলেও খবর। পামপোর এলাকায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পান গোয়েন্দারা। তারপরই দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর অবশেষে নিকেশ হয় দুই জেহাদি।
কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি ওরফে লম্বু। বলে রাখা ভাল, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এহেন পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।

তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই দেশের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। গোয়েন্দা বাহিনীর রিপোর্টে জানানো হয়, জম্মু-কাশ্মীর সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে আগামিদিনে। একইসঙ্গে বাড়তে পারে অনুপ্রবেশের সংখ্যাও। সূত্রের খবর, সীমান্তের ও পারে লঞ্চ প্য়াডগুলিতে ইতিমধ্যেই জঙ্গি উপস্থিতি বাড়তে শুরু করেছে। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি ও আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্যের দিকেই সম্পূর্ণ নজর থাকায়, সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে তারা।

ইতিমধ্যেই নর্দান কম্যান্ডারের নির্দেশে বিশেষত কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনাও।

আরও পড়ুন: Pregnancy: ছেলে হবে না মেয়ে, বলে দেবে আপনার শরীরের এই সব লক্ষণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest