Site icon The News Nest

Mizoram Assembly Election 2023: পালাবদল মিজোরামেও! উত্তর-পূর্বেও ব্যর্থতাই সঙ্গী কংগ্রেসের

mizo

ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরামেও পালাবদল হল৷ মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷

মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে৷ ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন৷ সেখানে ইতিমধ্যেই ২৬টি আসনে জয়ী হয়েছে জেডপিএম৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে৷

উত্তর-পূর্বের এই রাজ্যেও ভোট-বিপর্যয়ের মুখে কংগ্রেস। ২০১৮ সালে মিজ়োরামে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস। সে বার ৪টি আসন পেয়েছিল তারা। এবার কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ১টি আসন দখল করেছে তারা৷ বরং ১৩টি আসনে লড়ে ইতিমধ্যেই দুটি আসন জিতে নিয়েছে বিজেপি৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷ আইজল পূর্ব-(১) কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন৷

নির্বাচনী ইতিহাস বলছে, প্রতি দশকে মিজ়োরামে সরকার পাল্টায়। সেই ধারা মেনেই ২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সরকার পাল্টে দিয়েছিলেন মিজ়োরা। ক্ষমতায় এসেছিল মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। অর্থাৎ, ভোটের ধারা মেনে এ বারও তাদের ক্ষমতায় থাকার কথা।  উত্তর-পূর্বের এই রাজ্যে একদা ইন্দিরা গান্ধীর দেহরক্ষী দলের নেতা, প্রাক্তন আইপিএস লালডুহোমার সদ্যগঠিত জোরাম পিপলস্‌ মুভমেন্ট (জেডপিএম) শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলেছিল আগেই। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷ সে ক্ষেত্রে এক দশক অর্থাৎ দশ বছর নয়, পাঁচ বছরের ব্যবধানেই সরকার বদল হবে এই রাজ্যে।

 

Exit mobile version