Site icon The News Nest

মোদীর নতুন টিমে বাংলার ৪,তবে মিলল না ক্যাবিনেট মন্ত্রীর তকমা

tudu

দ্বিতীয় দফার মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বড়সড় নামের উপর যেখানে কোপ নেমে এসেছে, সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যকে। ভোটব্যাঙ্কের চিন্তাও মাথাও রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন নেতা শপথ নিলেন। সেই তালিকায় বাংলার চারজনও থাকলেন। তবে কেউ ক্যাবিনেটে ঠাইঁ পেলেন না।

আরও পড়ুন: সভাপতির মেয়াদ শেষ হচ্ছে, অথচ ঠাঁই হল না মন্ত্রিসভাতেও! Dilip Ghosh-এর ভবিষ্যৎ কী?

ক্যাবিনেট মন্ত্রী হলেন ১৫ জন

ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা – নারায়ণ টাটু রানে, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি কুমার পরশ, কিরেণ রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডবিয়া, ভূপেন্দর সিং, পুরষোত্তম রুপালা, জি কিষাণ রেড্ডি এবং অনুরাগ ঠাকুর।

রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।শপথ নিলেন ইংরেজিতে ।রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। হিন্দিতে শপথ নিলেন।রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। ইংরেজিতে শপথ নিলেন।নিশীথের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা তৃণমূলের ।
একাধিক হেভিওয়েট মন্ত্রী-সহ ১২ জন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। বাদ বাবুল ও দেবশ্রী। শপথ নিলেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

আরও পড়ুন:  যিনি বাংলাকে টুকরো করার কথা বলেছেন, তাকেই মন্ত্রী করা হল- বারলা প্রসঙ্গে কটাক্ষ মহুয়ার

Exit mobile version