Site icon The News Nest

Morbi bridge collapse : ওরেভা গ্রুপের এমডি জয়সুখ প্যাটেলের ৭ দিনের পুলিশ হেফাজত

morbi

মোরবি সেতু দুর্ঘটনায় ওরেভা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল গুজরাটের আদালত। মোরবি সেতু দুর্ঘটনায় গত বছর ১৩৫ জন নিহত হয়েছিল। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জে খান জয়সুখ প্যাটেলকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশে দিয়েছেন। এই দুর্ঘটনা তদন্তের জন গুজরাট সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়েছিল। তাদের হেফাজতেই থাকতে হবে প্যাটেলকে।প্যাটেলকে ১৪ দিন হেফাজতে পেতে আবেদন করেছিল সিট।

গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক কিছু মাস আগেই মোদী রাজ্যে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক ভাবে মরবি ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে কম জলঘোলা হয়নি। রাজ্যের শাসক বিজেপিকে কাঠগোড়ায় তুলেছিল বিরোধীরা। সেই দুর্ঘটনা নিয়েই এবার পেশ করা হয় চার্জশিট।

ব্রিটিশ আমলের তৈরি মরবির ঝুলন্ত ব্রিজ ভেঙে পরার  প্রায় তিন মাস পরে শুক্রবার সেই  মামলায় ১,২৬২ পাতার একটি চার্জশিট  পেশ করা হয়েছে।  ১,২৬২ পাতার চার্জশিটে ওরেভা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের নাম  প্রধান অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যাটেল ছাড়াও চার্জশিটে আরও নয়জনের নাম  রয়েছে।
গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক কিছু মাস আগেই মোদী রাজ্যে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক ভাবে মরবি ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে কম জলঘোলা হয়নি। রাজ্যের শাসক বিজেপিকে কাঠগোড়ায় তুলেছিল বিরোধীরা। সেই দুর্ঘটনা নিয়েই এবার পেশ করা হয় চার্জশিট।

 

Exit mobile version