Mother Dairy milk prices all set to rise in delhi, mumbai, kolkata, and other cities from tomorrow.

লিটার প্রতি দু’‌টাকা, রাত পোহালেই দাম বাড়ছে মাদার ডেয়ারির দুধের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল দেশের মানুষ। ভারতের বাজারে এখন মূল্য বৃদ্ধি বেড়েই চলেছে। বিশেষ করে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক জিনিসের দামই বৃদ্ধি পেয়েছে। খুব তাড়াতাড়িই এই জ্বালানি তেল অর্থাৎ পেট্রল ও ডিজেলের দাম না কমলে এই মূল্যবৃদ্ধি আরও বাড়বে। তবে অন্যান্য জিনিসপত্রের মতো‌ এবার দাম বৃদ্ধি হচ্ছে দুধেরও।

প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়তে চলেছে। নয়াদিল্লিতে এই দাম বাড়ানো হয়েছে। এবার উত্তরপ্রদেশ, মুম্বই, নাগপুর এবং কলকাতায় মাদার ডেয়ারির দুধের দাম বাড়তে চলেছে। রাত পোহালেই এই দাম কার্যকর হয়ে যাবে। অর্থাৎ রবিবার ১১ জুলাই থেকে এই দাম বাড়তে চলেছে বলে খবর। কয়েকদিন আগেই সারা দেশে আমূল দুধের সব ব্র‌্যান্ডের দাম বাড়িয়ে দেওয়া হযেছে।

আরও পড়ুন: দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন শুভেন্দু, বিস্ফোরক সৌমিত্র

দু’‌বছর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে দাম বেড়েছিল মাদার ডেয়ারির দুধের। মাদার ডেয়ারির পক্ষ থেকে জানানো হযেছে, দুধ প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং লজিস্টিক্সের খরচ গত বছর থেকেই ৮–১০ শতাংশ বেড়ে গিয়েছে। সেখানে একবছর ধরে দুধের দাম না বাড়িয়েই সরবরাহ করা হচ্ছিল। সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়ে দাম বাড়াতে হচ্ছে। উন্নতমানের দুধ দিতে খরচ তো বাড়ছেই। চাষীদেরও উৎপাদন খরচ বেড়েছে।

কিন্তু এখন করোনাভাইরাসের আবহে সবার পকেটেই টান পড়েছে। কাজের সেই বাজার নেই। সেখানে দুধের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। কেমন দাম বাড়ছে?‌ জানা গিয়েছে, টোকেন দুধের দাম ৪৪ টাকা লিটার, ফুল ক্রিম দুধ (‌পলিপ্যাক)‌ ৫৭ টাকা লিটার, টোনড দুধ ৪৭ টাকা লিটার, ডবল টোনড দুধ (‌লাইভ লাইট)‌ ৪১ টাকা লিটার এবং গরুর দুধ ৪৯ টাকা লিটার।

আরও পড়ুন: Mukul Roy: পিএসি-র চেয়ারম্যান হলেন মুকুল রায়ই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest