Site icon The News Nest

‘‌মিস্টার মোদী সংসদে আসুন, আমাদের কথা শুনুন’‌, ভিডিও টুইট করে সরব ডেরেক

বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদ তোলপাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রবল চাপ তৈরি করে কোণঠাসা করে দেওয়া হয় নরেন্দ্র মোদীর সরকারকে। আর সংসদের ঘরে–বাইরে এককাট্টা হয়ে যায় বিরোধীরা। তাতেই আরও সমস্যায় পড়ে কেন্দ্রীয় সরকার। একাধিকবার বিরোধীদের একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে। বিরোধী ঐক্যের সেই ছবি তুলে ধরে রবিবার ফের কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন ডেরেক ও’‌ব্রায়েন।

আজ ৩ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’‌ব্রায়েন। সেথানে নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো ঠুখেছেন তিনি।। ইংরেজি ভাষায় করা ওই টুইটে লেখা, ‘‌মিস্টার মোদী সংসদে আসুন এবং আমাদের কথা শুনুন।’‌ মাঝে বাদল অধিবেশনের সময়ই নয়াদিল্লি গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটকে এককাট্টা করতেই তিনি করেছিলেন একাধিক বৈঠক। এবার বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে টুইটে কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিব সেনা, টিআরএস, ডিএমকে, আরজেডি, এনসিপি এবং আম আদমি পার্টিকে ট্যাগ করেছেন তিনি। এমনকী টুইটিতে সিপিআইএম–কেও ট্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।

আরও পড়ুন: ত্রিপুরায় গ্রেফতার ১১ তৃণমূল নেতা, পৌঁছলেন ব্রাত্য-দোলা-কুণাল, যাচ্ছেন অভিষেক

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারের ছবি টুইটের জের! সাময়িকভাবে সাসপেন্ড Rahul Gandhi’র টুইটার

 

Exit mobile version