Site icon The News Nest

১০০ বিলিয়ন ক্লাবের নতুন সদস্য; জেফ বেজোস ও এলন মাস্কের সঙ্গে এবার মুকেশ আম্বানি

ambani bezos musk

মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুকুটে নতুন পালক৷ বিশ্বের ‘এক্সক্লুসিভ ওয়েলথ ক্লাব গ্রুপ’-এর সদস্য হলেন ভারতের ধনী ব্যক্তি৷ শুক্রবার তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল৷ ছুঁলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস (Jeff Bezos) এবং টেসলা গ্রুপের সিইও এলন মাস্ককে (Elon Musk)৷ অনেক আগে থেকেই তাঁরা ১০০ বিলিয়ন ক্লাবের সদস্য৷ শুক্রবার থেকে তালিকায় জুড়ল মুকেশ আম্বানির নাম৷

‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এবছর তাঁর সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। নিজের সম্পদের পরিমাণে নতুন মাইলফলক ছুঁলেন তিনি। ৬৪ বছরের মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য় সাম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গেও যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার রোজগার করেছে আম্বানির সংস্থা।

গত ১০ বছরে দেশের ধনীতম মুকেশ আম্বানি হলেও খুব দ্রুত তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছেন গৌতম আদানি। ২০২১ সালে যেখানে আম্বানির রোজগার বেড়েছে ৯ শতাংশ, সেখানে আদানির উপার্জন লাফিয়ে বেড়েছে ২৬১ শতাংশ। তাঁর সংস্থার বাজার মূলধন ৯ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যানের বিচারে, তিনি ১ লক্ষ কোটি টাকার পাঁচটি সংস্থার মালিক। এশিয়ার ধনীদের তালিকাতেও তিনি রয়েছেন রিলায়েন্স কর্ণধারের পরেই। তবে এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করে আম্বানি যে চমকে দিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের, তা বলাই বাহুল্য।

Exit mobile version