Mulayam's relative, Cong's 'ladki hoon' poster girl join BJP

Priyanka Maurya: কংগ্রেস ছেড়ে বিজেপিতে ‘লড় সকতি হু’ প্রচারের মুখ প্রিয়াঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কংগ্রেসের ‘লড়কি হু, লড় সকতি হু’-র প্রচার মুখ প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে যোগ দিলেন ৷ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস ৷ তারপরেই কানাঘুষো শোনা গিয়েছিল, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন (Former Congress leader Priyanka Maurya joins BJP before UP Assembly Election 2022) ৷ শেষপর্যন্ত বিজেপিতে যোগ দিলেন তিনি ৷

শতাব্দী প্রাচীন দলকে ফের একবার উত্তরপ্রদেশে প্রাসঙ্গিক করার লড়াইতে রাজ্যের মহিলাদের উপরই ভরসা কংগ্রেসের। এই আবহে ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ প্রচার বেশ নজর কেড়েছিল জনসাধারণের। এই প্রচারে কংগ্রেসের প্রধান মুখ প্রিয়াঙ্কা মৌর্য। বুধবার কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় উত্তরপ্রদেশের মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী প্রিয়াঙ্কা মৌর্যকে। তিনি বলেন, ‘‘সম্ভবত আপনাদের কথাই ঠিক। আমি দিনরাত পরিশ্রম করেছি। কিন্তু দেখলাম, কাকে টিকিট দেওয়া হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। আমি যোগ্য হয়েও টিকিট পেলাম না।’’ প্রিয়াঙ্কার সংযোজন, ‘‘কংগ্রেসের স্লোগান, ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ অথচ আমাকেই লড়ার সুযোগ দেওয়া হল না!’’

আরও পড়ুন: ৮ ফেব্রুয়ারি অখিলেশের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে মমতা, প্রচার মোদীর কেন্দ্র বারাণসীতে

২০১৭ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেও ডবল ডিজিটে যায়নি কংগ্রেসের আসন সংখ্যা। এবার কংগ্রেসের সঙ্গে জোট না বেঁধে অন্যান্য আঞ্চলিক দলের উপর ভরসা দেখিয়েছেন অখিলেশ যাদব। পাশাপাশি সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী হিসেবে পেয়েছেন অখিলেশ। এহেন পরিস্থিতিতে উত্তরপ্রদেশে যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস মূল শক্তি নয়, তা জানে কংগ্রেস হাইকমান্ডও। তবু মহিলাদের মধ্যে আবেগের সঞ্চার করে কংগ্রেসকে এই রাজ্যের ভোট মানচিত্রে ফেরানোর ছক কষেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর এই সমীকরণে তালগোল পাকাতে ময়দানে নেমেছে গেরুয়া শিবির।

এদিকে প্রিয়াঙ্কা মৌর্যর দলবদলের জেরে কংগ্রেসের অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেওয়ার ঘোষণা তো হয়েছে, তবে সেই ঘোষণা মতো কাজ করা হবে তো?

আরও পড়ুন: Marital Rape: বৈবাহিক ধর্ষণ মৌলিক অধিকারের পরিপন্থী, ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest