করোনার জের,হরিয়ানায় সিল ধর্মেন্দ্রর ধাবা, দুই ধাবায় আক্রান্ত ৭৫ কর্মী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হরিয়ানার সোনিপত জেলার মুর্থাল এলাকায় দুটি ধাবায় অন্তত ৭৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সোনিপতের ডেপুটি কমিশনার জানিয়েছেন কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে দুটি ধাবাই আপাতত সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ।

আমরিক সুখদেব ধাবার ৬৫ জন কর্মী করোনা আক্রন্ত। গরম ধরম ধাবার ১০ জনের শরীরে মিলেছে করোনা সংক্ৰমণ। এই গরম ধরম ধাবাটি বলিউড তারকা ধর্মেন্দ্রর।৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে আমরিক সুখদেব ধাবা। এখানেই সবচেয়ে বেশি কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। ৬৫ জন করোনা আক্রান্তকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আশেপাশের এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিল করা হয়েছে এই ধাবা।

আরও পড়ুন :ইঁদুর তাড়াতে চাননি, রেগে মাঝরাতে স্বামীর যৌনাঙ্গে কামড়ে দিলেন স্ত্রী

ধাবাগুলি সিল করা হয়েছে। চলছে স্যানিটাইজেশনের কাজ। আশেপাশের এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।জানা গিয়েছে, মুর্থাল এলাকার এই দুই ধাবার কর্মীদের কোভিড টেস্ট হয়েছিল একটি বিশেষ প্রকল্পের আওতায়। প্রায় ৩০০ নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৭৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই দুই ধাবা থেকে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮,২১৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছিল মোট ৭২১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন ৫৪,৮৭৫ জন। গতকাল হরিয়ানায় অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল ১২,৬২২।

ধাবাগুলি সিল করা হয়েছে। চলছে স্যানিটাইজেশনের কাজ। আশেপাশের এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধর্মেন্দ্রর ধাবা স্যানিটাইজ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : চুমু নৈব নৈব চ! সঙ্গম করুন মাস্ক পরে, পরামর্শ কানাডার সেরা ডাক্তারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest