Narendra Modi moots idea of ‘one nation, one police uniform’ in the Chintan Shivir of home ministers of states

One Nation, One Uniform: দেশের সব রাজ্যে পুলিশের একই ইউনিফর্ম? মোদীর সওয়ালে নয়া বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে জাতীয় ঐক্যের ওপরেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুক্রবার চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের দায়িত্ব, তবে দেশের ঐক্য ও সংহতির কথাও মাথায় রাখতে হবে। শুক্রবার চিন্তন শিবিরে দেশের সব স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মোদী। আর সেখানেই, এক দেশ, এক ইউনিফর্মের পক্ষে সওয়াল করেন মোদী। তাঁর মতে, দেশের সব রাজ্যে পুলিশের একই পোশাক হওয়া উচিত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে হরিয়ানার সুরজকুণ্ডে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যার পোশাকি নাম দিয়েছে ‘চিন্তন শিবির’। সেই শিবিরে আমন্ত্রিতদের সামনে ভিডিয়ো-বক্তৃতায় প্রধানমন্ত্রী শুক্রবার বলেন, ‘‘আইনশৃঙ্খলার বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক হয়ে উঠছে।’’ সীমান্তপার থেকে আসা সন্ত্রাস এবং অপরাধচক্রের প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে, মোদী রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।

আরও পড়ুন: Pulitzer prize: নিহত চিত্রসাংবাদিক দানিশের হয়ে পুলিৎজার নিলেন তাঁর শিশু পুত্র-কন্যা

মোদী এদিন বলেন, ‘দেশজুড়ে পুলিশের জন্য এক ইউনিফর্মের ধারণাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। এটি একটি ধারণা মাত্র। আমি এটি আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। এটি ৫, ৫০ বা ১০০ বছরে ঘটতে পারে। শুধু এটা নিয়ে ভেবে দেখতে পারেন।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে নতুন করে বিতর্কের সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী নিজেও ওয়াকিবহাল। শুক্রবার তাঁর বক্তৃতাতেও এক আঁচ মিলেছে। তিনি বলেছেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যগুলির দায়িত্ব, কিন্তু এগুলি জাতির ঐক্য ও অখণ্ডতার সঙ্গেও যুক্ত।’’ ঘটনাচক্রে, অতীতে একতরফা সিদ্ধান্তে এনআইএ তদন্ত এবং ইডির ক্ষমতাবৃদ্ধির ক্ষেত্রেও একই ভাবে ‘জাতীয় স্বার্থের’ যুক্তি দিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন: এলপিজির নয়া নিয়ম, বছরে কটা সিলিন্ডার পাবেন গ্রাহকরা?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest