Narendra Modi planning to privatize several organization within March 2022

তুঙ্গে বেসরকারিকরণ! মার্চ মাসের মধ্যেই কমপক্ষে ৬টি সংস্থা বিক্রি করবে নরেন্দ্র মোদীর সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে বেসরকারিকরণে (Privatisation) গতি আনতে চায় কেন্দ্র। চলতি বছরের বাজেটে বেসরকারিকরণের মাধ্যমে বিপুল পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই বিপুল লক্ষ্যমাত্রার ধারেকাছেও যাওয়া সম্ভব হয়নি চলতি অর্থবর্ষের প্রথমার্ধে। তাই দ্বিতীয়ার্ধে আরও অন্তত গোটা ৫-৬ সরকারি সংস্থার বেসরকারিকরণকে টার্গেট করেছে মোদি (Narendra Modi) সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা দপ্তরের সচিব তুহিনকান্ত পাণ্ডে।  বুধবার তিনি জানালেন, বিপিসিএল, বিইএমএল, শিপিং কর্পোরেশন-সহ গোটা ছয়েক কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনতে আগ্রহী বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র চাওয়া হবে ডিসেম্বর-জানুয়ারিতেই।

চলতি অর্থবর্ষের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্য ছোঁয়া যে কার্যত অসম্ভব, তা ইতিমধ্যেই আঁচ করেছে অর্থ মন্ত্রক। কারণ সেই পথে সাড়ে সাত মাসে এসেছে মাত্র ৯৩৩০ কোটি। আবার আয়ের ঘাটতি সামলাতে যদি সরকারি খরচ ছাঁটতে হয়, সেটাও করোনার আবহে সহজ নয়। যদিও এটুকু সময়ের মধ্যে এই লক্ষ্য পূরণও কার্যত অসম্ভব বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের বক্তব্য, শুধু এয়ার ইন্ডিয়া বেচতেই সরকারের এত দিন লাগল। সেখানে এত দ্রুত এতগুলি সংস্থার দরপত্র প্রক্রিয়া মেটানো কী করে সম্ভব!

আরও পড়ুন: Durgapur Airport: দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! কেন্দ্রীয় মন্ত্রকের ট্যুইটকে কটাক্ষ তৃণমূলের

কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা দফতরের সচিব তুহিন কান্ত পাণ্ডে অবশ্য বলেন, ‘‘১৯ বছর পরে এই বছরই আমরা দেখব ৫-৬টি বেসরকারিকরণ।’’ তাঁর দাবি, এয়ার ইন্ডিয়ার বিক্রির অভিজ্ঞতায় ভর করেই দ্রুত লক্ষ্য পূরণ হবে। তার পরেই বার্তা, ‘‘আমরা বেসরকারিকরণের আওতায় এমন এক পরিবেশে পা রাখছি, যেখানে বিষয়টি শুধু নীতি হিসাবে নেই, বাস্তবে কার্যকরও হচ্ছে।’’ পাণ্ডের আশা, জানুয়ারি-মার্চে প্রথম বার বাজারে আসবে এলআইসি-র শেয়ারও। সরকারের সেটাই লক্ষ্য।

কেন্দ্রের বেসরকারিকরণের এই তাড়াহুড়ো অনেকাংশে উদ্বেগ বাড়াচ্ছে এই সংস্থাগুলির কর্মীদের মধ্যে। প্রতিবাদ করেছে একাধিক রাজ্য সরকারও। তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, এখন শুধু কেন্দ্রের সম্পত্তিই বেচবে মোদি সরকার। কোনও রাজ্যের সম্পত্তিতে হাত দেওয়া হবে না।

আরও পড়ুন: ভিন্ন জাতে বিয়ে মেয়ের, ‘শিক্ষা’ দিতে ধর্ষণ করে খুন করল বাবা, হত্যা নাতিকেও

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest