National Emblem - Angry lions, Opposition Flags 'Then And Now' In Major Controversy

National Emblem : খোলা শ্বদন্ত, হিংস্র অভিব্যক্তি! মোদী উন্মোচিত প্রতীক নিয়ে বাড়ছে ক্ষোভ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নতুন পার্লামেন্ট ভবনের উপর জাতীয় প্রতীকের উন্মোচন সোমবারই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু উন্মোচনের কয়েক ঘণ্টা কাটতে না কাটতে তৈরি হল বিতর্ক। আর তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু করে দিয়েছেন বিরোধীরা। নতুন ভবনে উপর অশোক স্তম্ভের বর্তমান চেহারার সঙ্গে আগের চেহারার পার্থক্য ধরা পড়েছে। আর এটাকে জাতীয় প্রতীকের অপমান বলে সরব হয়েছেন তাঁরা।

তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের মাথায় যে জাতীয় প্রতীকটির সম্প্রতি উন্মোচন করেছেন, সেটি আসলটির থেকে আকারে-প্রকারে অনেক আলাদা। এবং পরোক্ষে মোদী সরকারের চরিত্রই ফুটিয়ে তুলছে। এই মর্মে একটি টুইট করেছে রাষ্ট্রীয় জনতা দল। তারা লিখেছে, সারনাথের মন্দিরের যে অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল, তার সিংহটি অনেক সৌম্য এবং শান্ত স্বভাবের। তুলনায় নতুন সংসদ ভবনের উপরের নতুন অশোক স্তম্ভের মূর্তিটি হিংস্র। তাদের দেখে মনে হচ্ছে গিলে খেতে আসছে। আরজেডি এ ব্যাপারে কেন্দ্রকে কটাক্ষ করে বলেছে, প্রতীককে সাধারণত চরিত্র বোঝাতেই ব্যবহার করা হয়। মোদী সরকারের নতুন প্রতীকেও তার চরিত্র স্পষ্ট।

তবে আরজেডি একা নয়, প্রতীক-বিতর্কে কেন্দ্রের সমালোচনা করেছেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণও। সারনাথের সিংহকে তিনি মহাত্মা গান্ধীর মতো শান্ত এবং নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার সিংহকে নাথুরাম গডসের মতো উগ্র বলে তুলনা করেছেন। টুইট করে প্রশান্ত লিখেছেন, এটাই মোদীর নতুন ভারত!

আরও পড়ুন: Gold Price Today : আজ আবারও বাড়ল সোনার দর, জানুন ১০ গ্রামের লেটেস্ট দাম….

সাফাই দিতে গিয়ে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, নতুন জাতীয় প্রতীকটি নেওয়া হয়েছে সম্রাট অশোকের রাজধানীতে পাওয়া সিংহ থেকে। প্রায় ২৫০ খৃষ্ট পূ্র্বাব্দে রাজত্ব করা অশোকের রাজধানীতে এই মূর্তি ছিল বলে জানানো হয়। তবে বিরোধীরা সরকারের এই দাবি মানতে রাজি নন। মূল প্রতীকে সিংহগুলির যে নমনীয় এবং রাজকীয় ভঙ্গি ছিল, নতুন প্রতীকে তা অনুপস্থিত বলে জানিয়েছে তাঁরা। নতুন প্রতীকে সিংহগুলিকে অনেক হিংস্র দেখানো হয়েছে।

রাজ্যসভার সাংসদ জহর সরকার এক টুইট বার্তায় বলেছেন যে আমাদের জাতীয় প্রতীক, রাজকীয় অশোকের সিংহের অপমান করা হয়েছে। আসল প্রতীকটিকে রয়েছে সুন্দর, আভিজাত্য আত্মবিশ্বাসী সিংহ। নতুন অশোক স্তম্ভটিকে তিনি মোদী সংস্করণ বলে চিহ্নিত করেন। আর এটা দেশের লজ্জা বলে টুইটে উল্লেখ করেন। নতুন প্রতীকটি অবিলম্বে পরিবর্তনেরও দাবি করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ।

প্রকৃত অশোকস্তম্ভে সিংহের মাথাটি তার দেহের তুলনায় বড়। যেমনটি সাধারণত হয়ে থাকে। কিন্তু, নতুন মূর্তিটির সিংহগুলির মাথা অত্যন্ত ছোট। দেখে মনে হবে, চিতার মাথার আকারে তৈরি করা মূর্তি। এখন প্রশ্ন উঠেছে, এই রূপান্তরিত অশোকস্তম্ভ কি কারও নির্দেশে হয়েছে! নাকি অপদার্থ শিল্পীদের হাতে দায়িত্ব দিয়ে কয়েক কোটি টাকা উলুখাগড়ার বনে ছড়িয়ে দেওয়া হয়েছে!

আরও পড়ুন: টোলপ্লাজায় বচসা, কর্মীকে চড় কষালেন The Great Khali! দেখুন Viral Video

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest