'Oil is cheap in Afghanistan, go abroad', BJP leader loses temper over price hike

‘আফগানিস্তানে তেল সস্তা, ওদেশে যান’, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন এই বিজেপি নেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে তালিবান শাসিত আফগানিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন। জানা গিয়েছে বেফাঁস মন্তব্য করা এই বিজেপি নেতার নাম রামরতন পায়াল। তিনি মধ্যপ্রদেশের কান্তি জেলা ইউনিটের প্রধান। তাঁকে সাংবাদিক নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নেই জবাব হারান বিজেপি নেতা। মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নে মেজাজ হারিয়ে বিজেপি নেতার নিদান, আফগানিস্তানে তেল সস্তা, ওদেশে যান।

রামরতন বলেন, ‘‘তালিবানের কাছে চলে যান। আফগানিস্তানে পেট্রল ৫০ টাকা প্রতি লিটার। তেল ভরার কোনও লোক নেই। ভারতে আর যাই হোক, নিরাপত্তা তো আছে। করোনার দু’টি ঢেউয়ের পরে তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে আছে দেশ। এর মধ্যে পেট্রলের দাম নিয়ে প্রশ্ন করছেন?’’

আরও পড়ুন: সোনিয়ার ডাকা বৈঠকের কেন্দ্রবিন্দুতে মমতাই! জেনে নিন থাকছেন আর কারা ?

সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় বিজেপি নেতার মুখে মাস্ক ছিল না। সমর্থকদের ভিড়ে দাঁড়িয়ে তিনি মানছিলেন না স্বাস্থ্যবিধিও। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা টানেন তিনি। বলেন, ‘‘আপনারা এমন বিখ্যাত সাংবাদিক। তারপরেও কেন এমন প্রশ্ন করেন? আপনারা জানেন না নরেন্দ্র মোদিজী কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন? উনি ৮০ কোটি সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছেন।’’

কয়েকদিন আগেই এমনই এক মন্তব্য করেছিলেন বিহারের বিজেপি নেতা হরিভূষণ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘‘পেট্রলের দাম ওখানে কম। দরকার হলে আফগানিস্তানে চলে যান। একবার ওখানে গেলে বুঝতে পারবেন, ভারতের মূল্য কত!’’

আরও পড়ুন: ভারতীয় দূতাবাসে সশস্ত্র তালিবানি হানা, তল্লাশি চলল কাগজপত্রের খোঁজে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest