Old woman booked for bomb hoax at Pune airport

Bomb Hoax : আমার গায়ে বোমা লাগানো আছে, এয়ারপোর্টে বললেন বৃদ্ধা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তাঁর শরীরে বোমা লাগানো রয়েছে। পুণের লোহেগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরে এমন দাবি করেন বছর ৭২ এর বৃদ্ধা।বিমানবন্দরের মধ্যেই চিৎকার করতে শুরু করেন তিনি।তার এই দাবিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা বিমান বন্দর চত্বরে। ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পরে নিরাপত্তা কর্মীরা মহিলার তল্লাশি চালান। কিন্তু, বোমা খুঁজে পাওয়া যায়নি। এরপরে বোমার আতঙ্ক ছড়ানোর অভিযোগে ওই বৃদ্ধাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অভিযুক্তের নাম নীতা প্রকাশ কৃপালানি (৭২)। তিনি গুরগাঁও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বাসিন্দা। একটি বিমানে ওঠার আগে তিনি নিরাপত্তা স্ক্রীনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখনই মহিলা চিৎকার করে বলতে থাকেন, ‘মেরে চারো তরফ বম্ব লাগা হ্যায় (আমার শরীরে বোমা রয়েছে)।’ এরপরে বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীরা তৎপরতা সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে। আশেপাশের যাত্রীদের নিরাপদে নিয়ে যাওয়া হয়। এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে বৃদ্ধার শরীর পরীক্ষা করা হয়। তবে কোনও ধরনের বোমা উদ্ধার হয়নি। তাছাড়া বোমার মতো কোনও বস্তুও পাওয়া যায়নি।

সিআইএসএফ কর্মীরা বৃদ্ধাকে আটক করে। বৃদ্ধার পুরো শরীর পরীক্ষার জন্য এবং কোনও বিস্ফোরক রয়েছে কি না তা জানার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করেছিল। যদিও পরে জানা যায়, তিনি মিথ্যে বলেছেন। পুলিশ ওই বৃদ্ধার বিরুদ্ধে মিথ্যা বোমার আতঙ্ক ছড়ানোর জন্য একটি মামলা নথিভুক্ত করে।ভিমান্তাল থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিলাস সোন্দে বলেছেন, ‘সাধু ওয়াসওয়ানি মিশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই বৃদ্ধা পুনে এসেছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest