Site icon The News Nest

Petrol Price Hike: অব্যাহত জ্বালানির ছ্যাঁকা! কলকাতায় পেট্রোল ১১৫ পার, ডিজেলও ১০০ ছুঁল বলে!

petrol price 2 0

বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা করে বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১২০ টাকা পেরিয়ে গিয়েছে যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৷ এর পাশাপাশি মহারাষ্ট্রের আরও একটি শহর পরভনীতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২২.৮৫ টাকা হয়ে গিয়েছে ৷ সরকারি সংস্থাগুলি গত ১৬ দিনে প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়িয়েছে জ্বালানির দাম ৷

একদিকে দেশের সমস্ত জায়গায় যখন হু হু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম, সেখানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে বুধবার পেট্রোল ৪০ পয়সা সস্তা হয়ে গিয়েছে ৷ এখানে ১ লিটার পেট্রোলের দাম ১২১.৬৫ টাকা যা ৫ এপ্রিল ১২২.০৫ টাকা ছিল ৷ ডিজেলও ৩৪ পয়সা সস্তা হয়ে ১০৪.১৯ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷

আরও পড়ুন: ‘রাজনৈতিক নেতাদের সঙ্গে আঁতাত ছাড়ুন’, সিবিআইকে তিরস্কার প্রধান বিচারপতির

কলকাতায় এক লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। বুধবার ৮৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এছাড়া ডিজেলের দাম নতুন করে বেড়েছে ৮১ পয়সা। কলকাতায় এখন ডিজেল বিকোচ্ছে ৯৯ টাকা ৮৩ পয়সা প্রতি লিটার দরে।

একদিনে ইউরোপের যুদ্ধ, অন্যদিকে ভারতে পাঁচ রাজ্যের ভোটও মিটে গেছে। তাই এবার চড়চড় করে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করায় বহুমূল্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারও। কপালে হাত পড়েছে আমজনতার। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম এখন প্রায় হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়েছে।

আরও পড়ুন: যৌন সম্পর্কের পরে বিয়ে করতে না পারলে তা ধর্ষণ নয়: কেরল হাইকোর্ট

Exit mobile version