Pilot killed in IAF MiG-21 crash in Rajasthan's Jaisalmer

ফের ভেঙে পড়ল বায়ুসেনার ‘ফ্লাইং কফিন’ মিগ-২১ যুদ্ধবিমান, মৃত্যু পাইলটের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কুন্নুরের কপ্টার দুর্ঘটনার (Coonoor Chopper Accident) স্মৃতি এখন দগদগে৷ এর মধ্যে ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান৷ শুক্রবার রাতে রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান (MIG-21)৷ ককপিটে ছিলেন উইং কমান্ডার হরশিত সিনহা৷ তাঁর মৃত্যু হয়েছে৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ সন্ধ্যায় রাজস্থানের জয়সলমেরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় বায়ুসেনার মিগ-২১ বিমানটি। পরে জানা যায়, জয়সলমীরের স্যাম পুলিশ স্টেশন এলাকার ডেসার্ট ন্যাশনাল পার্কের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন বিমানটির পাইলট উইং কমান্ডার হরসিত সিনহা৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ৷ নিখোঁজ পাইলটের খোঁজে চলে তল্লাশি৷ পরে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি৷ বায়ুসেনাও পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে৷ টুইট করে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, উইং কমান্ডার হরশিত সিনহার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ছত্তিশগড়ের পুরভোটেও মোক্ষম ধাক্কা খেল বিজেপি, জিতল কংগ্রেস

চলতি বছর একাধিক মিগ-২১ বিমানের দুর্ঘটনার খবর সামনে এসেছে৷ তারপরই মিগ-২১ এর নাম দেওয়া হয় ‘ফ্লাইং কফিন’৷ পরিসংখ্যান বলছে, ১৯৭১ থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ৪৮২টি মিগ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়৷ দুর্ঘটনায় ৩৯ নাগরিক, ১৭১ পাইলটের মৃত্যু হয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ যান্ত্রিক ক্রুটি৷

গত মে মাসে বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়েছিল একটি মিগ-২১ বিমান। প্রসঙ্গত, চলতি বছরে এনিয়ে চারটি মিগ-২১ বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। গত মার্চ মাসে ভেঙে পড়ে একটি মিগ-২১ বাইসন (MiG-21 Bison) যুদ্ধবিমান। নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি। ওই ঘটনায় মৃত্যু হয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এর আগে জানুয়ারি মাসে রাজস্থানের (Rajasthan) সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট ভেঙে পড়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে চালক প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন: শেয়ার বাজারে ‘ওমিক্রন’ হানা! ফের পতন নিফটি এবং সেনসেক্সের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest