ফের বাড়তে পারে লকডাউনের মেয়াদ! নজরে দেশের ১১ শহর!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: ফের একদফা বাড়তে চলেছে লকডাউনের মেয়াদ! আগামী ৩১ মে শেষ হচ্ছে লকডাউন ৪.০ এর মেয়াদ। এরপর আরও ২ সপ্তাহ বাড়তে পারে লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর সংবাদমাধ্যমের।

৩১ মে, রবিবার মন কি বাত ( Mann Ki Baat) অনুষ্ঠানে ঘোষণা হতে পারে লকডাউনের পঞ্চম পর্বের। সেদিনই শেষ হচ্ছে লকডাউনের চতুর্থ পর্বের সময়কাল। সূত্রের খবর, এই পঞ্চম দফায় দেশের মোট ১১টি রাজ্যের উপর জোর হবে। তবে চতুর্থ পর্বের মত এই পর্বে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মেলার সম্ভাবনায় আশাবাদী অনেকেই।

আরও পড়ুন: স্টেশনেই মারা গিয়েছে পরিযায়ী মা, বছর দেড়েকের সন্তান চেষ্টা করছে জাগাতে!

সূত্রের দাবি, এবার লকডাউন হবে অনেকটাই শিথিল আকারে। এই দফাকে বলা হচ্ছে ‘লকডাউন এক্সটেনশন ইন স্পিরিট’। তবে নজরে থাকবে দেশের মোট ১১ শহর। কারণ ওইসব শহরের দেশের ৭২ শতাংশ করোনা রোগী পাওয়া গিয়েছে। অন্যান্য জায়গায় ততটা বিধিনিষেধ থাকবে না। ওই ১১ শহরের মধ্যে রয়েছে, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা, পুনে, থানে, জয়পুর, সুরাট ও ইন্দোর। তবে বিষয়টি নিয়ে এখনও সরকারের তরফে কিছু বলা হয়নি।

চতুর্থ দফার মতই পঞ্চম দফাতেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেই জানা যায়। পঞ্চম পর্বে শর্তসাপেক্ষে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি মিলতে পারে। তবে কোনও আচার-অনুষ্ঠান সেখানে পালন করা যাবে না। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নিষেধাজ্ঞা জারি থাকবে জনসাধারণের জমায়েতেও। পঞ্চম দফাতেও প্রতিটি ধর্মীয় স্থানে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক বলে জানানো হবে। ইতিমধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদ্দুরাপ্পা বুধবার প্রধানমন্ত্রীকে ধর্মীয় স্থান খোলার আবেদনে চিঠি লেখেন।

লকডাউনের নির্দেশিকা মেনে চতুর্থ পর্বে সেলুন খোলার অনুমতি দেওয়া হয়। তবে পঞ্চম দফায় কন্টেনমেন্ট জোন (containment zones) বাদে প্রতিটি জোনে মিলতে পারে জিম খোলার অনুমতি। তবে এখুনি স্কুল-কলেজ-সহ কোনও সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হবে না বলে জানা যায়। বন্ধ রাখা হবে শপিং মল, সিনেমা হল। লকডাউের মিধি মেনে চলতে পারে বিয়ে ও শ্রাদ্ধের অনুষ্ঠান। তবে আর কী কী বিষয়ে ছাড় দেওয়া হবে তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে প্রধানমন্ত্রীর মন কি বাতে।

দেশে দেড় লাখ ছাপিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও প্রর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫১,৭৬৬ জন। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৮৩,০০৪। ছাড়া পেয়েছেন ৬৪,৪২৫ জন। মৃত্যু হয়েছে ৪৩৩৭ জনের।

আরও পড়ুন: ভুয়ো খবর, খুলছে না স্কুল-কলেজ , জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest