পদচ্যুত নেতানিয়াহু, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীকে টুইটে যে বার্তা দিলেন মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ রাজনৈতিক সঙ্কট কাটিয়ে ইসরাইলের মসনদে বসেছে নতুন সরকার। বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ বারো বছরের শাসনের ইতি টেনে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট।

ওই টুইটে মোদি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর ভারত-ইসরাইলের দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।ইসরাইলের এক সময়ের প্রতিরক্ষামন্ত্রী বেনেটও জানিয়েছেন তিনি মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এদিকে একটি ছোট জাতীয়তাবাদী দলের নেতা নাফতালি বেনেটের জন্য ক্ষমতা ধরে রাখাটা কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন তাকে রাজনৈতিক ভাবে দক্ষিণপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী দলগুলো মিলিয়ে আট দলের একটি জগাখিচুড়ি জোট সামলে চলতে হবে। এই আট দলের মধ্যে ছোট্ট একটি আরব গোষ্ঠীও রয়েছে। তাই এই বিপরীত মতাদর্শের দলগুলোর মধ্যে সমন্বয় করে দেশ চালানো বেনেটের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : 2-DG : কোভিডের সব ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী হবে ২-ডিজি, দাবি গবেষণায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest