PM Modi Nepal Visit: Modi, Deuba hold bilateral talks in Lumbini

PM Modi: হেলিকপ্টারে করে নেপাল পৌঁছলেন মোদী, তাঁকে স্বাগত জানালেন শের বাহাদুর দেউবা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুদ্ধ পূর্ণিমার দিনেই নেপাল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান ঘুরে দেখবেন তিনি। বুদ্ধ পূর্ণিমার দিনে প্রধানমন্ত্রীর নেপাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য নেপালে নতুন প্রধানমন্ত্রীর হওয়ার পর এই প্রথম নেপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। যদিও মোদীর এই নিয়ে পঞ্চমবার নেপাল সফর।

এদিন নেপাল পৌঁছে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, ‘নেপালে অবতরণ করেছি। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন উপলক্ষে নেপালের বিস্ময়কর মানুষের মধ্যে থাকতে পেরে খুশি। লুম্বিনিতে অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ এদিন লুম্বিনি পৌঁছলে মোদীকে স্বাগত জানাতে পৌঁছে যান নেপালি প্রধানমন্ত্রী দেউবা নিজে। আজকে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে।

আরও পড়ুন: ‘MA-PhD করুন আগে, তার পর আসুন’, তাজমহল নিয়ে জনস্বার্থ মামলায় বিজেপি নেতাকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

নেপালের বিদেশ মন্ত্রকের এক বিবৃতি অনুসারে ‘বৈঠকে তাঁরা নেপাল-ভারত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করবেন।’ এর আগে দিল্লি সফরে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা। সেই সফরেও দুই রাষ্ট্রনেতার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল। রবিবার নিজের বিবৃতিত প্রধানমন্ত্রী মোদী দেউবার দিল্লি সফরের উল্লেখ করে বলেন, ‘সেই বৈঠকের আলোচনা নেপাল সফরে এগিয়ে নিয়ে যাব।’

মোদী এবং তাঁর সফরসঙ্গীরা উত্তরপ্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে এখানে পৌঁছেছেন। সেখানে তিনি মায়াদেবী মন্দির পরিদর্শন করবেন। সেখানে তিনি একটি বিশেষ প্রার্থনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী ভূমিপূজনও করবেন এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বুদ্ধিস্ট কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন: Manik Saha : বিপ্লবের হাত ধরে পদ্মে যোগ, দাঁতের ডাক্তার থেকে CM-এর চেয়ারে মানিক সাহা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest