Site icon The News Nest

PM Modi to Mamata: পা কেমন আছে? বৈঠকের মাঝেই মমতার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

DIDI 3

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ মুখোমুখি সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা ও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন মমতা। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন বাংলার শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ১১ জন সাংসদ।

জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর লাগোয়া ঘরে বসেছিল তৃণমূল প্রতিনিধি দল। প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢোকেন প্রধানমন্ত্রী। একেবারে শুরুতেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। প্রধানমন্ত্রী জানতে চান, মমতার পায়ের অবস্থা কেমন? উত্তরে তিনি জানান, এখন অনেকটা ভালো আছেন। পায়ের অবস্থাও আগের চেয়ে ভালো।

পরে সংবাদ মাধ্যমকে মমতা জানান, ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছি প্রধানমন্ত্রীকে। ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা উনাকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’’

প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’ এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’

Exit mobile version