প্রথমে মহাকুম্ভে তাঁবুতে আগুন, তারপর মৌনি অমাবস্যার মহাবিপর্যয়। আর বসন্ত পঞ্চমীতে বেলুন বিস্ফোরণ। একের পর এক দুর্ঘটনায় জর্জরিত প্রয়াগরাজ। মহাকুম্ভে পরপর দুর্ঘটনায় অভিযোগের আঙুল উঠছে যোগী সরকারের উপর । এই আবহেই মঙ্গলবার কুম্ভে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। আর তার ঠিক পরদিনই বুধবার দিল্লির বিধানসভা নির্বাচনের দিনই মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সঙ্গমে পুণ্যস্নান করবেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ১০টা ০৫ মিনিট নাগাদ মোদীর বিমান প্রয়াগরাজে নামার কথা। সেখান থেকে হেলিকপ্টারের চেপে প্রয়াগরাজের আরিয়াল ঘাটে পৌঁছবেন তিনি। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আরিয়াল ঘাটে মোদীর হেলিকপ্টার নামার কথা। সেখান থেকে নৌকায় চেপে মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে স্নান করবেন তিনি। তার পর আবার নৌকায় চেপে আরিয়াল ঘাটে আসবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দর এবং তার পর সেখান থেকে সেনাবাহিনীর বিমানে প্রয়াগরাজ ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। মহাকুম্ভে আগত সাধুসন্তদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি।
৫ ফেব্রুয়ারি হিন্দুধর্মে সাধারণত মাঘ অষ্টমী ও ভীষ্ম অষ্টমী পালন করে থাকেন মানুষ। মাঘ অষ্টমী হল হিন্দু মাসের অষ্টম দিন, যেখানে প্রায়শই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়। অন্যদিকে, ভীষ্ম অষ্টমী মহাভারতের চরিত্র ভীষ্ম পিতামহের স্মৃতিতে পালিত হয়ে থাকে। জানা যায়, ভীষ্ম পিতামহ তীরের বিছানায় শায়িত থাকাকালীন উত্তরায়ণ এবং শুক্লপক্ষের প্রবেশের সময় মৃত্যু হয়। সে কারণে এই সময়ে ভীষ্ম অষ্টমী পালন করা হয়ে থাকে।
কুম্ভে মোদীর পুণ্যস্নানের দিন হিসাবে ৫ ফেব্রুয়ারিকে বেছে নেওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ, বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। সেই দিনই কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মত অনেকের। বিরোধীদের দাবি, এ সবই হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা। ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করছে বিরোধী শিবির।