PM Modi welcomed with 'Jahva' on Jharkhand visit

PM Modi : মোদীর কানে গোঁজা ‘জাভা’ জিনিসটা আসলে কি ?

তিনদিনে তিন রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার ঝাড়খণ্ডে যান প্রধানমন্ত্রী মোদী। রাজধানী রাঁচী থেকেই তিনি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও উত্তর প্রদেশের জন্য ৬টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করেন। রাঁচীতে গিয়েই এক মধুর অভিজ্ঞতা হল প্রধানমন্ত্রীর। ভ্রাতৃস্নেহে তাঁকে এক মহিলা দিলেন ‘জাভা’। জনসভায় দাড়িয়ে সে কথাই বললেন প্রধানমন্ত্রী মোদী।

তিনদিনের জন্য ঝাড়খণ্ড, ওড়িশা ও গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আজ ঝাড়খণ্ডে যান প্রধানমন্ত্রী। সেখানে আজ তাঁর রোডশো করার কথা থাকলেও, বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে সেই রোড শো বাতিল করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাঁচি থেকে ভার্চুয়াল মাধ্যমে ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মোদী যে বন্দে ভারত ট্রেনগুলির উদ্বোধন করেন সেগুলো হলো বেরহামপুর-টাটা, রাউরকেলা-হাওড়া, দেওঘর-বারাণসী, হাওড়া-গয়া এবং হাওড়া-ভাগলপুর।

উল্লেখ্য, খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জামশেদপুর যেতে পারেননি। রাঁচিতে পৌঁছে তাঁর জামশেদপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাঁর। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি জানিয়েছেন, জামশেদপুরে লাগাতার বৃষ্টির কারণে প্রধানমন্ত্রীর রোড শো স্থগিত করা হয়েছে।

হাওড়া থেকে এ বার আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে প্রতিবেশী রাজ্য বিহার এবং ওড়িশায়। রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট ছ’টি বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে তিনটিই চলাচল করবে হাওড়া থেকে। হাওড়া থেকে একটি যাবে ওড়িশার রউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর এবং তৃতীয় বন্দে ভারতটি চলবে বিহারের গয়া পর্যন্ত।

রবিবার টাটানগর থেকে এই ট্রেনগুলি উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় আকাশপথে সেখানে পৌঁছতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন ছ’টি বন্দে ভারত ট্রেনের। নতুন এই বন্দে ভারত ট্রেনগুলি কমলা-সাদা রঙের।