PM Narendra Modi: Security Breach At PM's Karnataka Roadshow, Boy Runs To Him With Garland

PM Narendra Modi: ভাঙল প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়, মালা হাতে মোদীর কাছে যুবক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। কর্নাটকের হুবলিতে রোড শোয়ের সময় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই এক ব্যক্তি ফুলের মালা নিয়ে তাঁর খুব কাছে চলে আসেন। তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।

জাতীয় যুব উৎসব উপলক্ষে হুবলিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। তখনই নিরাপত্তা বলয় টপকে মোদীর একেবারে কাছে পৌঁছে যান ওই যুবক। তাঁকে মালা দিতে যান। প্রধানমন্ত্রী হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন।

আরও পড়ুন: Air India Flight: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, বেঙ্গালুরু থেকে গ্রেফতার শঙ্কর মিশ্র

এই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। কনভয়ের বহির্বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি হয়নি।

হুবলি-ধারওয়াড় পুলিশের ডিসিপি (অপরাধ দমন শাখা) গোপাল ব্যাকর নিরাপত্তা ভাঙার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় লঙ্ঘিত হয়নি। প্রধানমন্ত্রীর রোডশোয়ের সময় এক জন তাঁকে মালা পরানোর চেষ্টা করেন। আমরা ওই ব্যক্তির বিষয়ে তথ্য জোগারের চেষ্টা করছি।’’ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর একটি সূত্র জানিয়েছে, যেখান দিয়ে ওই যুবক গলে এসেছে, সেখানে ঘেরাও করে ছিল নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকায় কড়া নজরদারি ছিল। এএনআইকে এসপিজির একটি সূত্র বলেছে, ‘‘এটা গুরুতর লঙ্ঘন নয়।’’

আরও পড়ুন: Uttarakhand: জোশীমঠের পর বিপর্যয়ের মুখে কর্ণপ্রয়াগ! প্রায় ৫০টি বাড়িতে ফাটল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest