Site icon The News Nest

Bihar: পাটনার প্ল্যাটফর্মে চলল পর্ন ভিডিও! ট্রেনের ঘোষণাই শুনতে পেলেন না যাত্রীরা

patna

ভরা প্ল্যাটফর্মে (platform) ট্রেনের ঘোষণা শুনবেন বলে দাঁড়িয়ে যাত্রীরা। আচমকাই প্ল্যাটফর্মের টিভিতে শুরু হল অশ্লীল ভিডিও (porn video)। প্রায় মিনিট তিনেক তারস্বরে চলল এই ভিডিও। ফলে ট্রেনের ঘোষণা (announcement) শুনতেই পেলেননা অনেক যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯.৩০তে বিহারের পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে। এই ঘটনায় বিব্রত যাত্রীরা সমবেত অভিযোগ জানিয়েছেন জিআরপি এবং আরপিএফের কাছে। তবে টিভিতে দেখানো সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে টুইটারে।

বিহারের অন্যতম বৃহত্তম ও ব্যস্ত রেল স্টেশন পাটনা জংশন। প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এই স্টেশনের ওপর দিয়ে, কিন্তু রবিবার পাটনা জংশনে এমন একটি ‘লজ্জাজনক’ ঘটনা ঘটেছে যা সর্বত্রই শোরগোল ফেলেছে। বিজ্ঞাপনের পরিবর্তে, পাটনা জংশনে লাগানো টিভি স্ক্রিনে ফুটে উঠল ‘অশ্লীল ছবি’। যাত্রীদের অভিযোগ, সকাল ৯.৫৬ থেকে ৯.৫৯ পর্যন্ত পুরো তিন মিনিটের জন্য ১০ নম্বর প্ল্যাটফর্মে ‘অশ্লীল ছবি’ টিভি স্ক্রিনে ফুটে ওঠে’।’। ঘটনার সময় প্লাটফর্মে শিশু-মহিলাসহ হাজার হাজার যাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Cow Smuggling: দিল্লিতে ED-র হাতে গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক, তদন্তে অসহযোগিতার অভিযোগ

অশ্লীল ছবি দেখে ‘বিব্রত’ হয়ে পড়েন যাত্রীরা। কেউ কেউ ছেলে-মেয়ের সামনে বেজায় অস্বস্তিতে পড়ে যান। এরপরই যাত্রীরা বিষয়টি স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি ও আরপিএফকে জানায়। যাত্রীদের অভিযোগ, ঘটনার কথা জানানোর পরও রেল পুলিশের তরফে পদক্ষেপ নিতে বেশ কিছুটা দেরি হয়। পরে, আরপিএফ সংশ্লিষ্ট সংস্থাকে ফোন করে ‘অশ্লীল ছবি’ বন্ধ করতে বলে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রভাত কুমার এই বিষয়ে তথ্য পেয়েই তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়।

সাধারণত এই ধরণের বিজ্ঞাপনগুলি কোন একটি এজেন্সির মাধ্যমে চালানো হয় প্ল্যাটফর্ম টিভিতে। এক্ষেত্রে দত্ত কমিউনিকেশন নামে এক এজেন্সির ওপরেই ছিল এই বিজ্ঞাপন চালানোর ভার। তাদের তরফেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন রেল কতৃপক্ষ।

পাটনা স্টেশনের ডিআরএম জানান, সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে জরিমানাও আরোপ করা হবে এবং তাদের অপসারণ এবং কালো তালিকাভুক্ত করা হবে। পাটনা আরপিএফ ইনচার্জ সুশীল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজেন্সির মালিক ও অন্যদের ডেকে পুরো বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: Rahul Gandhi: গণতন্ত্র বিপন্ন বলা মানে দেশবিরোধিতা নয়! নিজের অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী

Exit mobile version