কোভিড ভ্যাকসিন নিরাপদ নয়, ট্যুইট প্রশান্তের, ‘বিভ্রান্তিকর’, বলল ট্যুইটার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড ১৯ ভ্যাকসিন কতটা নিরাপদ, সুরক্ষিত, কাজে দেবে, প্রশ্ন তুলে ট্যুইট করেছিলেন প্রশান্ত ভূষণ।  প্রথম সারির আইনজীবীর ট্যুইটকে বিভ্রান্তিকর তকমা দিয়ে তার নিন্দা করল ট্যুইটার কর্তৃপক্ষ। জনৈক ব্যক্তি নিজের স্ত্রীর মৃত্যুর জন্য ভ্যাকসিনকে দায়ী করেছেন, এমন একটি সংবাদ প্রতিবেদন  শেয়ার করে সোস্যাল মিডিয়ায়  ভ্যাকসিনের ক্ষতিকর প্রভাবে মৃত্যুর ঘটনার দিকে নজর দেওয়া, এব্যাপারে তথ্য প্রকাশ করা, সরকার কিছুই করছে না বলে অভিযোগ করেন ভূষণ।  তিনি ভ্যাকসিন নেননি, ভবিষ্যতে নেওয়ার ইচ্ছেও নেই বলেও জানিয়েছেন এই নামী অ্যাডভোকেট।

আরও পড়ুন : ভারতে রিয়েলমি নারজো ৩০ ৫জি এবং রিয়েলমি বাডস কিউ২-র প্রথম সেল

সেইসঙ্গে ট্যুইটে দাবি করেছেন, দেশের স্বাস্থ্যবান যুবকদের কোভিডে মারাত্মক ক্ষতি হওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই-ই। কিন্তু ভ্যাকসিনের জন্য তাঁদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। ভ্যাকসিন যতটা না দেয়, তার চেয়ে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা লোকজনের মধ্যে স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি। ভ্যাকসিন এমনকী তাদের শরীরের স্বাভাবিক রোগ ঠেকানোর শক্তি নষ্ট করে দিতে পারে।

বড় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশান্তের ট্যুইটের তীব্র সমালোচনা হয়েছে। তবে তা সত্ত্বেও তিনি নিজের অবস্থানে অটল। ফের তাঁর ‘ভ্যাকসিন সংশয়’ নিয়ে দুপৃষ্ঠার দীর্ঘ ব্যাখ্যা করেছেন তিনি। তাতে প্রশান্ত লিখেছেন, কোভিড ভ্য়াকসিনের ব্যাপারে নিজের মতামত জানানোয় অনেকেই  আমাকে আক্রমণ করেছেন। নীচের লেখায় ভ্যাকসিন ঘিরে আমার সন্দেহ ও তার কারণ ব্যাখ্যা করেছি। ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না, তার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে। কিন্তু এধরনের পাল্টা মতামতকে সেন্সর করার প্রয়াস দেখে হতবাক আমি।

তিনি বিজ্ঞান বা ভ্যাকসিন বিরোধী নন, তবে এমন একাধিক নজির সম্পর্কে সচেতন যেখানে নানা ব্যাপারেই বৈজ্ঞানিক মতামতের পিছনে বাণিজ্যিক, রাজনৈতিক বা মিডিয়ার স্বার্থ থাকে, বলেন প্রশান্ত। আরও বলেন, অনেক বিজ্ঞানীও উল্লেখ করেছেন যে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া  ও ওষুধ, ভ্যাকসিন প্রয়োগে ক্ষতি হওয়ার খবর তেমন সামনে আসে না।
তবে প্রশান্তের বক্তব্যের নিন্দা করে অনেকেই দাবি করেন, তা বিভ্রান্তিকর বলা হোক।ট্যুইটারের কোভিড ১৯ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য বিষয়ক পলিসিতে বলা হয়েছে,  ভুল বা বিভ্রান্তিকর তথ্য যা  বলার মতো ক্ষতি করতে পারে, তা ট্যুইটারে শেয়ার করা যাবে না। কোভিড ১৯  ভাইরাসের চরিত্র সম্পর্কে মানুষকে ভুল পথে চালিত করে, প্রতিরোধমূলক ব্যবস্থার কার্যকারিতা,  সুরক্ষা নিয়ে মানুষকে ভুল বোঝায়, এমন কিছু সেখানে দেওয়া চলবে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest