Site icon The News Nest

CDS Bipin Rawat: শোকস্তব্ধ দেশ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীর

bipin rawat 4

চপার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনের। রাওয়াতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন রাওয়াতের প্রয়াণে।

ভারতীয় সশস্ত্র বাহিনীর সাংবিধানিক সর্বাধিনায়ক রাষ্ট্রপতি কোবিন্দ টুইটারে তাঁর শোকবার্তায় লেখেন, ‘জেনারেল বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকা জির অকাল মৃত্যুতে আমি মর্মাহত ও ব্যথিত। জাতি তার এক বীর সন্তানকে হারাল। মাতৃভূমির জন্য তাঁর চার দশকের নিঃস্বার্থ সেবা নায়কোচিত এবং ব্যতিক্রমী বীরত্বের সূচক। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।’

জেনারেল রাওয়াতের স্মৃতিচারণ করে বুধবার একাধিক টুইট করেন মোদী। একটি টুইটে তিনি লেখেন, ‘জেনারেল বিপিন রাওয়ত একজন অসামান্য সেনানী ছিলেন। ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। দেশের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। কৌশলগত অবস্থানের প্রশ্নে তাঁর অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ওম শান্তি।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তাঁর টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘তামিলনাড়ুতে এক চূড়ান্ত দুর্ভাগ্যজনক চপার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য ১১ জন সেনাকর্মীর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। ওঁর অকালপ্রয়াণ আমাদের সেনা ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

বিপিন রাওয়াতের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও। তিনি টুইটারে লিখেছেন, ”আজ কুন্নুরে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও সেনাবাহিনীর ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে গোটা দেশ শোকগ্রস্ত। তিনি যে সাহসিকতা এবং একাগ্রতার সঙ্গে দেশের সেবা করেছেন, তা মনে রাখা হবে।”

Exit mobile version