Price Hike: Day after election polling, Amul - Mother dairy raises milk prices across all variants

Price Hike: ভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল- মাদার ডেয়ারি, মূল্য বৃদ্ধি পেল কত?

সোমবার থেকে সব রকমের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করল সংস্থা। বর্ধিত মূল্য দিল্লি এবং এনসিআর এলাকার জন্য প্রযোজ্য। ভোট মিটেছে ১ জুন। তার পরেই দেশ জুড়ে দুধের দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে আমুল। এ বার সেই একই পথে হাঁটল মাদার ডেয়ারিও।

মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পেয়েছে। উপরন্তু, সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সোমবার থেকেই দেশ জুড়ে নতুন দাম কার্যকর হবে।

দিল্লি-এনসিআরে মাদার ডেয়ারির ‘ফুল ক্রিম’ দুধের দাম এখন থেকে লিটার প্রতি ৬৮ টাকা, ‘টোনড’ দুধ লিটার প্রতি ৫৬ টাকা এবং ‘ডাবল-টোনড’ দুধ লিটার প্রতি ৫০ টাকা হল।

অন্যদিকে, গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, প্রতি ৫০০ মিলিলিটার দুধের দাম বাড়ছে ১ টাকা। লিটারপিছু আমূল দুধের দাম বাড়বে ২ টাকা করে। আমূল (Amul) গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল মিল্ক-সহ সব ধরনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই নতুন মূল্য প্রযোজ্য হবে। নতুন দাম চালু হওয়ার পর থেকে প্রতি লিটার আমূল দুধ কিনতে খরচ হবে ৬৬ টাকা। ৫০০ এমএল পাওয়া যাবে ৩২ টাকায়। এদিকে আমূল টি স্পেশালের এক লিটারের প্যাকেটের দাম হবে ৬৪ টাকা। আমূল শক্তির প্রতি লিটার ৬০ থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। তবে শুধুই দুধের মূল্য় নয়, আমূল দইয়ের দামও বাড়ছে বলে জানানো হয়েছে।