Site icon The News Nest

Priyanka Gandhi: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! কী কী ‘তথ্যের’ উল্লেখ?

PRIYANKA GANDHI

আর্থিক প্রতারণা মামলায় ইডির র‍্যাডারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমবার আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) স্বামী রবার্ট বঢরার নামও রয়েছে ইডির চার্জশিটে।

যে মামলায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে ওই মামলায় নাম রয়েছে কুখ্যাত ‘মিডলম্যান’ সঞ্জয় ভাণ্ডারী এবং প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরও। কংগ্রেস (Congress) নেত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ, দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে তিনি হরিয়ানায় বহু জমি বেআইনিভাবে কিনেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার (Robert Vadra)।

ইডির দাবি, ২০০৬ সালে দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহার কাছ থেকে হরিয়ানায় ৪০ একরের তিনটি কৃষিজমি কিনেছিলেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। ২০১০ সালে আবার সেই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই ওই জমি বিক্রি করে দেন। এই জমি কেনা-বেচা ঘিরেই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে ইডির দাবি।

বেআইনি আর্থিক লেনদেনে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির নামও জড়িত। বর্তমানে ওই ব্যবসায়ী পলাতক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, আর্থিক দুর্নীতি করে প্রাপ্ত অর্থ দিয়েই লন্ডনে সম্পত্তি কিনেছিলেন ভান্ডারি। সেই সম্পত্তিতেই বসবাস করতেন রবার্ট বঢরা। ২০১৬ সালে ব্রিটেনে পালিয়ে যান ভান্ডারি। ইডি ও সিবিআইয়ের আবেদনেই চলতি বছরের জানুয়ারি মাসে ভারত সরকার ব্রিটেনের কাছে পলাতক ওই ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানায়।

এর আগে মঙ্গলবার ইডি তার চার্জশিটে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও উল্লেখ করেছিল। তবে তবে চার্জশিটে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কন্যাকে ‘অভিযুক্ত’ করা হয়নি।

 

 

Exit mobile version