Pune: Cop pours water on people sleeping on railway platform in Pune. Official responds to viral video

Pune: স্টেশনে ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ছেটালো রেলপুলিশ, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাঝরাতে দূরপাল্লার ট্রেন থেকে নামায় অনেক যাত্রীই স্টেশনে বাকি সময়টুকু কাটিয়ে দেন। সকাল হতেই তাঁরা নিজ নিজ গন্তব্যস্থলে রওনা দেন। বড় বড় স্টেশনগুলিতে এমন দৃশ্য একেবারে স্বাভাবিক। কিন্তু সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখে রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুনেতে রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুমন্ত মানুষজনের ওপর জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তিন কোটি ভিউ সহ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ভাইরাল হওয়া ভিডিওতে, একজন রেল পুলিশ কর্মীকে পুনে রেলস্টেশনে ঘুমন্ত লোকেদের উপর জল ছিটিয়ে দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুমন্ত লোকদের উপর জল ঢালছেন। ঘটনাটি ঘটেছে পুনে রেলওয়ে স্টেশনে। ভিডিওটি শুক্রবার টুইটারে রূপেশ চৌধুরী নামে এক ব্যক্তি শেয়ার করেছেন। ভিডিও ক্লিপটি শেয়ার করে, রূপেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “আরআইপি হিউম্যানিটি” ।

আরও পড়ুন: Air India Flight : সহযাত্রীর আসনের পাশে মলত্যাগ! প্রস্রাবকাণ্ডের পর ফের বিমানে অভব্যতা

ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে পর পর শুয়ে রয়েছেন যাত্রীরা। তাঁদের মধ্যে কেউ কেউ ঘুমোচ্ছিলেন। এক পুলিশকর্মী এলেন। হাতে জলের বোতল। ঘুমন্ত যাত্রীদের কাছে গেলেন এবং বোতল থেকে তাঁদের গায়ে জল ঢেলে দিলেন। গায়ে জল পড়তেই ধড়মড় করে উঠে পড়তে দেখা গেল যাত্রীদের। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই পুলিশকর্মীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটগরিকরা। একাংশ আবার পুলিশকর্মীর এই কাজকে সমর্থনও করেছেন।

ভিডিয়োটি পুণের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ইন্দু দুবের কাছেও পৌঁছয়। তিনি এই ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে থাকলে অন্য যাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। কিন্তু যে ভাবে ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ঢেলে দেওয়া হল, তা মোটেই ভাল কাজ নয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যাত্রীদের সঙ্গে নম্র এবং ভদ্র আচরণই কাম্য।”

আরও পড়ুন: Monsoon Session: ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest