Punjab Election Results 2022 : AAP takes comfortable lead, ahead in over 80 seats

Punjab Election Results 2022: ঝাড়ুতে সাফ কংগ্রেস! পঞ্জাবে সরকার গড়ার পথে আপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পঞ্জাবে কংগ্রেস সরকারকে পরাস্ত করে ক্ষমতা দখল করতে চলেছে আপ (Punjab Election Results 2022)। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভার মধ্যে এখনও পর্যন্ত মোট ৮২ আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গিয়েছে। এর মধ্যে ৬০টি আসনে এগিয়ে রয়েছে আপ, মাত্র ১২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, ২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, শিরোমণি অকালি দল এগিয়ে রয়েছে ৮টি আসনে (Punjab Election Results 2022)।

পঞ্জাবের রাজনীতিতে শেষ এক বছরে বিপুল নাটক দেখেছে দেশ। শুধু তাই নয়, পঞ্জাবে কংগ্রেসের অন্দরে দেখা দিয়েছে তীব্র কলহ। চার বছরের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছেড়ে দল গড়ে যোগ দিয়েছে বিজেপির সঙ্গে। মুখ্যমন্ত্রী বদলেছে কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পদে বসেছেন চরণজিৎ চান্নি (Punjab Election Results 2022)। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসেছেন নভজ্যোত সিং সিধু।

আরও পড়ুন: UP Election Result 2022: উত্তরপ্রদেশে ‘ডবল সেঞ্চুরি’ BJP-র, বহু পিছিয়ে সপা জোট, ‘লাস্ট’ কংগ্রেস

অন্য দিকে ধূমকেতুর মতো উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। কংগ্রেস ও বিজেপি ছাড়া আর কোনও দল একসঙ্গে দুটি রাজ্যে এখন ক্ষমতায় নেই। সেই ইতিহাস পাল্টাতে শুরু করেছে আপ। এ বারে আপ-এর সরকার দেখছে পঞ্জাব। এর মধ্যে উঠে আসছে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগমন্ত মানের নামও। তিনি কার্যত আপ ঢেউয়ের মাথায় চড়ে নতুন তারকা হতে চলেছে জাতীয় রাজনীতি ও পশ্চিম ভারতের রাজনীতির।

পঞ্জাবের তিনটি অংশেই বিপুল ভাল ফল করেছে আপ। সব মিলিয়ে আপের ফলাফল প্রকাশ্যে আসতেই উৎসবে মাততে শুরু করেছেন আপের সমর্থকরা। দিল্লিতে আপের অফিস সেজেছে ফুলের মালায়। সব মিলিয়ে নতুন করে ভারতের রাজনীতিতে এক ইনিংস শুরু করতে শুরু করেছে আপ, সেই বিষয়ের সরকারি ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Goa Election Results 2022: ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট, রিসর্টে ‘আত্মগোপন’ সব কংগ্রেস প্রার্থীর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest