Rahul Gandhi: ‘China has taken away India’s land, sad PM Modi denies it’: Rahul Gandhi in Kargil

Rahul Gandhi: লাদাখ নিয়ে মিথ্যা বলছেন মোদী, প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লাদাখ (Ladakh) নিয়ে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লাদাখে দাঁড়িয়ে তিনি বলেন, এই এলাকায় ভারতের থেকে বিশাল পরিমাণ জমি কেড়ে নিয়েছে চিন (China)। কিন্তু সেই কথা মানতে নারাজ মোদী।

ব্রিকস সামিট-এর ফাঁকে সদ্য নরেন্দ্র মোদী ও শি জিনপিংকে কথাবার্তা বলতে দেখা গিয়েছে। মঞ্চে আসার আগে মোদী ও জিনপিং কিছু নিয়ে ব্রিকস সামিট-এর মাঝে কথা বলছিলেন বলে দেখা যায়। এরপর দিল্লি সেই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানায় যে, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান’ করার বার্তা মোদী দিয়েছেন জিনপিংকে। এদিকে তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই , লাদাখে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, লাদাখে চিনের সেনার অবস্থান নিয়ে মোদী যা বলেছেন তা ‘মিথ্যা’। এর আগে, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘লাদাখের এক ইঞ্চি জমিও চিন নেয়নি’। মোদীর সেই বক্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন রাহুল।

রাহুল বলেছেন, ‘ লাদাখ হল একটি স্ট্র্যাটেজিক লোকেশন। আর একটি দিক খুবই স্পষ্ট যে চিন নিয়েছে ভারতের কিছুটা অংশ।’ একইসঙ্গে রাহুল বলেন, ‘এটা দুঃখজনক যে বিরোধীদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন যে, চিন ভারতের এক ইঞ্চি জমিও নেয়নি। এটা মিথ্যা।’

আরও পড়ুন: ODI World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, আপত্তি জানাল পুলিশ

উল্লেখ্য, লাদাখের কার্গিল এলাকায় বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী। গত কয়েকদিন ধরে লাদাখে সফর করছেন রাহুল। বিভিন্ন বাইক রাইড ও ফুটবল ম্যাচের আসরে রাহুলকে দেখা গিয়েছে। রাহুল গান্ধী এই এলাকায় কার্গিলের যুদ্ধে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা অর্পণ করবেন। এরপর তিনি যাবেন শ্রীনগরের দিকে। সেখানে দ্রাস সেক্টরে মানুষের সঙ্গে বসে কিছু কথা বলার কর্মসূচি রয়েছে কংগ্রেস সাংসদের। এদিকে, লাদাখ ইস্যু ছাড়াও ভারত জোড়ো যাত্রা নিয়েও ভাষণে বক্তব্য রাখেন রাহুল।

তিনি বলেছেন,’কয়েক মাস আগে, আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, এর নাম ছিল ‘ভারত জোড়া যাত্রা’। উদ্দেশ্য ছিল দেশে বিজেপি-আরএসএস দ্বারা ছড়িয়ে পড়া ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানো’। রাহুল জানান, সেই সময় তাঁর ইচ্ছা থাকলেও আবহাওয়ার জন্য লাদাখে যেতে পারেননি। তবে এবার বাইক করে লাদাখ ঘুরে দেখার ইচ্ছা তাঁর রয়েছে।

আরও পড়ুন: Fifa World Cup: ফুটবলারের ঠোঁটে চুম্বন, চাকরি খোয়ানোর মুখে স্পেনের কর্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest