Rahul Gandhi Meets Family Of Girl Allegedly Raped, Killed in Delhi

দলিত নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে উত্তপ্ত দিল্লি, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন Rahul Gandhi

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ন’বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ, খুন এবং পরিবারের অনুপস্থিতিতে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল দিল্লি। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মৃতার পরিবারের উদ্দেশে বার্তা দিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘যত ক্ষণ না তাঁরা বিচার পাচ্ছেন, আমি তাঁদের পাশে থাকব।’’ মঙ্গলবারই এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিগৃহীতা মেয়েটিকে ‘দেশের কন্যা’ বলে উল্লেখ করেন। হিন্দিতে করা ওই পোস্টে তাঁকে লিখতে দেখা যায় ‘দলিতের সন্তানও এই দেশেরই মেয়ে।’

গত রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ওই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। অভিযোগের আঙুল ওঠে শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, গত বছর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাথরস-কাণ্ডের স্মৃতি উস্কে পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ‌্যায় বছর নয়ের মেয়েটি খাবার জল সংগ্রহ করতে স্থানীয় শ্মশানে যায়। কিন্তু বাড়ি ফেরেনি। সোমবার সন্ধ‌্যায় ওই বালিকার পরিবারকে স্থানীয় লোকজন খবর দেয় মেয়েটির মৃত্যু হয়েছে। এমনকী, ওই শ্মশানের পুরোহিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ, কার্যত বালিকার পরিবারের লোকদের ভয় দেখিয়ে একপ্রকার জোর করেই দেহটি দাহ করিয়ে দেয় তারা। নাবালিকার পরিবারের সদস‌্যদের জানানো হয়, জল সংগ্রহ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেয়েটির। কিন্তু মেয়েটির মা ও অন‌্যান‌্য সদস‌্যরা জানান তাঁর শরীরে পোড়া দাগ ছিল। এমনকী ঠোঁট ও মুখে নীল দাগ ছিল বলেও অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন: নজরে সংগঠন, সোমবারই ত্রিপুরার কঠিন মাঠে ‘খেলা’ শুরু অভিষেকের

বুধবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করে রাহুল বলেন, ‘‘পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিচার পাচ্ছেন না বলে জানিয়েছেন আমায়। আমি তাঁদের পাশে দাঁড়াব। যত ক্ষণ না তাঁরা বিচার পাচ্ছেন, রাহুল গান্ধী তাঁদের পাশেই থাকবে।’’

রাজধানীর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, ‘‘এ দেশে তফসিলি জাতির মহিলাদের প্রতিদিনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাই বুঝিয়ে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অনুভূতিহীন।’’

দলিত নেতা তথা ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে আগেই দেখা করেছিলেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই দিল্লিতেই থাকেন। অথচ, এখানেই মহিলাদের সুরক্ষা নেই।’’ অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: কাশ্মীরে লেকের জলে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, নিখোঁজ দুই পাইলট, উদ্ধার হেলমেট

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest