Site icon The News Nest

Rahul Gandhi: ‘মিথ্যে বলছেন, জন্মসূত্রে ওবিসিই নন মোদি’, মোদীর বিরুদ্ধে কেন অভিযোগ রাহুলের?

RAHUL

বুধবার বাজেট অধিবেশনে (Budget Session) জবাবি ভাষণে কংগ্রেসকে নানা দিক থেকে আক্রমণ করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। বৃহস্পতিবার ন্যায় যাত্রার মাঝেই তাঁকে তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার দাবি, জন্মসূত্রে মোদী  ওবিসিই নন! আর সেই কারণেই তিনি চান না দেশে জাতিগণনা হোক।

ওড়িশায় ঝাড়সুগুড়ায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সভায় রাহুল বৃহস্পতিবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।’’ এর পরে মোদী সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল।

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদী ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।’’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, রাহুলের দেওয়া তথ্যে ভুল নেই। মোদী যে ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত, তারা বিজেপির জমানাতেই গুজরাতে ওবিসি তকমা পেয়েছিল।

ঘটনাচক্রে, গত এক দশক ধরেই মোদী রাজনীতির ময়দানে নিজের ‘প্রান্তিক জাতি’র পরিচয় তুলে ধরতে সক্রিয়। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে মোদীর বিরুদ্ধে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ‘নিচু মানের রাজনীতি’ করার অভিযোগে তুলেছিলেন। সেই আক্রমণের মুখটাই ঘুরিয়ে দিয়ে মোদী পাল্টা অভিযোগ করেছিলেন, তিনি ‘নিচু জাতের মানুষ’ বলে কংগ্রেসের আক্রমণের শিকার হচ্ছেন। কংগ্রেস নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

যদিও, বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য দাবি করেছেন, রাহুলের দাবি সম্পূর্ণ মিথ্যা।

Exit mobile version