Rahul Gandhi: 'Privatisation of IAS': Rahul Gandhi attacks lateral entry in govt top jobs

Rahul Gandhi: মেধাবীদের বঞ্চিত করে সরকারি পদে আরএসএস অনুগামীদের নিয়োগ চলছে, মোদির বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে বেছে বেছে আরএসএস প্রতিনিধিদের বসানো হচ্ছে। এমনই অভিযোগ করে এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নিয়োগ ক্ষেত্রে মোদি সরকারের এই পদক্ষেপের জেরে বঞ্চিত হচ্ছেন দলিত, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়। অর্থহীন হয়ে পড়ছে ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা।

রাহুল দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের প্রতি বঞ্চনার কথাও বলেছেন। কংগ্রেস নেতার বক্তব্য, আমি বারে বারে বলেছি, সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে দলিত, আদিবাসী, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নামমাত্র। এই ফারাক পূরণ না করে বেসরকারি সংস্থার এক্সিকিউটিভদের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে গুরুত্বুপূর্ণ পদে।

উদাহরণ তুলে ধরে এক্স হ্যান্ডেলে রাহুল আরও লেখেন, ‘গুটিকয়েক বেসরকারি সংস্থার কর্তা কীভাবে শীর্ষ সরকারি পদে বসে শোষণ চালাচ্ছে SEBI তার সবচেয়ে বড় উদাহরণ। এখানে বেসরকার সংস্থা থেকে আসা একজনকে প্রথমবার সেবির চেয়ারপার্সন পদে বসানো হয়েছিল। দেশের প্রশাসনিক ক্ষেত্রকে এভাবে ধ্বংস করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে ইন্ডিয়া জোট এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে।’ একইসঙ্গে তিনি যোগ করেন, IAS-এর বেসরকারিকরণ হল সংরক্ষণকে শেষ করার ‘মোদির গ্যারান্টি’।

প্রসঙ্গত, মোদি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, বেসরকারি সংস্থার কৃতি আধিকারিকদের সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ করা হবে। বিশেষ করে বাণিজ্যমুখী মন্ত্রকগুলিতে বেসরকারি সংস্থার আধিকারিকদের নিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। রাহুলের বক্তব্য, বেসরকারি সংস্থা থেকে বাছাই করা আরএসএস অনুগামীদের নেওয়া হচ্ছে।

সরকারের গুরুত্বপূর্ণ পদে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনুন্নতদের প্রাপ্য সম্মান, মর্যাদা দেওয়া হচ্ছে না বলে রাহুল বিগত দেড়-দু বছর ধরে লাগাতার সরব। লোকসভায় তিনি বলেন, বাজেট তৈরিতে যে ২৭জন অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আধিকারিক ছিলেন মাত্র একজন করে।