Site icon The News Nest

Rajasthan: বুলডোজারের ধাক্কায় ভেঙে পড়ল শিব মন্দির, চাপা পড়লেন ভক্তরা

jcb

বুলডোজারের ধাক্কায় ভেঙে পড়ল রাজস্থানের (Rajasthan)একটি শিবমন্দির। মন্দিরের তলায় চাপা পড়েন সেই সময় মন্দিরে পুজো দিতে যাওয়া কয়েক জন মহিলা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারাউলি জেলায়। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা।

জানা গিয়েছে, রাজস্থানের কারাউলির(Karauli Temple Collapsed) সাপোতারা গ্রামের শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন গ্রামের মহিলারা। সেই সময় আবার মন্দিরের পাশে পাকা নালার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। মাটি কাটার যন্ত্র(JCB Machine) দিয়ে নির্মাণস্থল ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে অন্যত্র সরানো হচ্ছিল বলেই খবর।

আরও পড়ুন: Uttarakhand: জোশীমঠের পর বিপর্যয়ের মুখে কর্ণপ্রয়াগ! প্রায় ৫০টি বাড়িতে ফাটল

চালকের অসতর্কতায় ওই মাটি কাটার যন্ত্রটি গিয়ে ধাক্কা মারে পাশের শিবমন্দিরে। বিপুল ওই লোহার যন্ত্রের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরনো শিবমন্দির(Shib Mandir)। সেখানেই আটকে পড়েন পুজো দিতে যাওয়া বেশকিছু মহিলা।

ঘটনার পরই উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করে পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে। উদ্ধারকাজে আসে পুলিশ-দমকল(Police -fir eBrigasde)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের মধ্যে কেউ আটকে রয়েছেন কীনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন: Oxfam report: দেশের এক শতাংশ ধনীর হাতেই ৪০ শতাংশ সম্পদ! ফের স্পষ্ট হল নজিরবিহীন বৈষম্য

 

Exit mobile version