কোভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও ডেল্টা প্লাসে আক্রান্ত রাজস্থানের বৃদ্ধা, বাড়ছে শঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। আগে একবার করোনাকে হারিয়ে সেরেও উঠেছিলেন তিনি। কিন্তু তারপরেও কাবু করল ডেল্টা প্লাস। রাজস্থানের ৬৫ বছরের বৃদ্ধার শরীরে বাসা বাঁধল ভাইরাসের আরও সংক্রামক প্রজাতি।

আরও পড়ুন :  ১ টাকার কয়েন বেচে কোটিপতি হতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন শিক্ষিকা

জানা গেছে রাজস্থানের বিকানিরের বাসিন্দা ওই বৃদ্ধা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই বৃদ্ধা আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সেরে ওঠার পর নির্দিষ্ট সময় বাদে তিনি টিকাও নিয়েছেন। কোভ্যাকসিন টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে ওই বৃদ্ধার। কিন্তু তারপরও কীভাবে এই সংক্রমণ ফের তাঁর শরীরে ছড়াল, তা ভেবে পাচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ফের কিছু অস্বস্তি দেখা দেওয়ায় গত ৩০ মে ওই বৃদ্ধার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার রিপোর্ট আসে গত শুক্রবার। জানা যায়, কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বাসা বেঁধেছে তাঁর শরীরে। তবে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তাঁর শরীরে এখন বিশেষ কোনও উপসর্গও নেই।

ডেল্টা প্লাস আক্রান্ত রোগীর খোঁজ মিলতেই এবার সতর্ক রাজস্থান সরকার। প্রায় যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেখানে। কোনও ভাবেই যাতে এই মারণ ভাইরাস প্রজাতি গোষ্ঠী সংক্রমণের দিকে না ঝোঁকে তার খেয়াল রাখা হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নিচ্ছে প্রশাসন।
কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আগের চেয়েও মারাত্মক হতে পারে, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমনকি এই প্রজাতিই আনতে পারে ভারতে অতিমারীর তৃতীয় ঢেউ। তাই আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে একাধিক রাজ্যে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest