Site icon The News Nest

জানুয়ারিতে ১৬ দিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

bank closed

আগামী বছর অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের Bank Holiday List প্রকাশ করল RBI (Reserve Bank of India)। এই তালিকা অনুসারে, 2022 সালের জানুয়ারি মাসে মোট 31 দিনের মধ্যে 16 দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে পাঠকেরা মনে রাখবেন, গোটা দেশ জুড়ে এই 16 দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে না। ভিন্ন ভিন্ন রাজ্য মিলে জানুয়ারি মাসে মোট 16 দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। RBI-এর তরফে এমন করেই ছুটির তালিকা সামনে আনা হয়। তাই এ ব্য়াপারে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। এক এক রাজ্যে এক এক দিন এই ছুটি থাকে। কোন কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ দেখতে থাকুন। তা দেখে ব্যাঙ্কের কাজ সারুন।

এর মধ্যে রয়েছে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার।

এক নজরে ব্যাঙ্ক বন্ধের তারিখ

১ জানুয়ারি: ইংরাজি নববর্ষ (দেশ জুড়ে)

২ জানুয়ারি: রবিবার

৪ জানুয়ারি: লোসং (সিকিম)

৮ জানুয়ারি: দ্বিতীয় শনিবার

১১ জানুয়ারি: মিশনারি ডে (মিজোরাম)

১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন (পশ্চিমবঙ্গ)

১৪ জানুয়ারি: মকর সংক্রান্তি/ পোঙ্গাল (একাধিক রাজ্যে)

১৫ জানুয়ারি: মকর সংক্রান্তি/ মাঘী সংক্রান্তি/ পোঙ্গাল/ ত্রিরুভুল্লা ডে/সংক্রান্তি (পুদুচ্চেরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু)

১৬ জানুয়ারি: রবিবার

১৮ জানুয়ারি: থাই পোসাম (চেন্নাই)

২২ জানুয়ারি: চতুর্থ শনিবার

২৩ জানুয়ারি: নেজাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং রবিবার

২৬ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবস (দেশ জুড়ে)

৩০ জানুয়ারি: রবিবার

৩১ জানুয়ারি: মে দাম মে ফি (অসম)

উল্লেখ্য, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নির্দিষ্ট রাজ্যের ছুটিতে দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্কের ছুটি হিসেবে পালন করা হয় না এবং নির্দিষ্ট রাজ্য বা অঞ্চল অনুযায়ী সেগুলি পৃথক হয়। সারা দেশের ব্যাঙ্কগুলি শুধুমাত্র গেজেটেড ছুটি পালন করে।

Exit mobile version