Site icon The News Nest

মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের, আরও তিনবছর RBI গভর্নর পদে থাকছেন তিনি

RBI Shaktikanta Das 770x433 1

রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর পদে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের। আরও তিন বছর দেশের শীর্ষ ব্যাংকের গভর্নর হিসাবে কাজ করবেন তিনি। শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রের নিয়োগ কমিটি।

২০১৮ সালের ডিসেম্বরে উর্জিত পটেলের ইস্তফার পরে শক্তিকান্তকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করেছিল নরেন্দ্র মোদী সরকার। তাঁর প্রথম দফার কার্যকালের মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর আরও তিন বছর দ্বিতীয় দফার কার্যকাল হবে শক্তিকান্তের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে শক্তিকান্ত দাসের বেশ হৃদ্যতা রয়েছে বলেই শোনা যায়। দীর্ঘদিন মোদীর অর্থ সংক্রান্ত বিভাগের সচিব পদে ছিলেন তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও শক্তিকান্ত সচিবের দায়িত্ব সামলাতেন। কেন্দ্রের তরফে নোট বাতিল নিয়ে বহু সাফাই দিতে শোনা গিয়েছে তাঁকে। তারই পুরস্কার স্বরূপ রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর পদে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা হয়। এছাড়া ১৫তম অর্থ কমিশনের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের মে মাসে তিনি আমলা পদে অবসর নেন। এরপর ২০১৮ সালের শেষদিকে তাঁকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করা হয়।

ভারত সরকারের অর্থ মন্ত্রকের দীর্ঘ মেয়াদে তিনি ৮টির মতো কেন্দ্রীয় বাজেট প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিলেন। শক্তিকান্ত দাস বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি), নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে (এআইআইবি) ভারতের ‘অল্টারনেট গভর্নর’ হিসেবেও কাজ করেছেন। তিনি IMF, G20, BRICS, SAARC ইত্যাদি আন্তর্জাতিক ফোরামে ভারতের প্রতিনিধিত্বও করেছেন।

Exit mobile version