Saffron Flag May Become National Flag In Future: Karnataka BJP Leader

বাতিল হবে তেরঙ্গা, আগামীদিনে জাতীয় পতাকা হবে গেরুয়া’, মন্তব্য বিজেপি নেতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিজাব (Hijab) বিতর্কের মধ্যেই বিস্ফোরক কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। তাঁর দাবি, আগামী দিনে তেরঙ্গার বদলে ভারতের জাতীয় পতাকা হতে পারে গেরুয়া। এখনই না হলেও ভবিষ্যতে লালকেল্লাতেও উড়তে পারে গেরুয়া পতাকা, দাবি কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রীর।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, লালকেল্লায় কি কখনও গৈরিক পতাকা তোলা হবে? জবাবে তিনি বলেন, ‘‘এখনই নয়, ভবিষ্যতে কোনও দিন।’’ তার পরই বিজেপি নেতার সংযোজন, ‘‘দেশে হিন্দু বিচার ও হিন্দুত্ব নিয়ে জোর আলোচনা চলছে। একটা সময় ছিল, যখন আমরা বলতাম, অযোধ্যায় রামমন্দির হবে। তখন মানুষ আমাদের কথা শুনে হাসতেন। আজ সেখানে বিরাট মন্দির তৈরি হচ্ছে। ঠিক সে ভাবেই ভবিষ্যতে কোনও দিন, হয়তো ১০০, ২০০ বা ৫০০ বছর পর গেরুয়া পতাকা জাতীয় পতাকা হবে।’’ কেন তিনি এ কথা বলছেন, তার যুক্তিও দিয়েছেন বিজেপি নেতা। তাঁর মতে, ‘‘কয়েক শো বছর আগে রামচন্দ্রের রথের উপর গেরুয়া পতাকাই উড়ত। তখন কি আমাদের দেশে তেরঙ্গা পতাকা ছিল? এখন হয়েছে।’’

আরও পড়ুন: Tripura: BJP ছাড়লেন সুদীপ রায়বর্মন-সহ দুই বিধায়ক, এবার কি গন্তব্য তৃণমূল?

কর্নাটক বিজেপি-র প্রাক্তন সভাপতি বলেন, ‘‘হয়তো আজই নয়, কিন্তু কোনও এক দিন এই দেশে হিন্দুধর্ম বিরাজ করবে। সেই সময় লালকেল্লায় আমরা গৈরিক পতাকা তুলব। যত দিন তা হচ্ছে না, তিরঙ্গাই আমাদের জাতীয় পতাকা। আমরা তাকেই সম্মান করব।’’

আসলে হিজাব বিতর্কের জেরে হওয়া বিক্ষোভের মধ্যেই দিন দু’য়েক আগে কর্ণাটকের একটি কলেজে জাতীয় পতাকা (National Flag) নামিয়ে গেরুয়া নিশান উড়িয়ে দিয়েছিল কিছু হিন্দুত্ববাদী পড়ুয়া। যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় দেশজুড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেরাজ্যের স্কুল-কলেজগুলি দিন তিনেকের জন্য বন্ধ করে দিতে বাধ্য হন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই এদিন বিস্ফোরণ ঘটিয়েছেন সেরাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)।

আরও পড়ুন: Hijab Row: দেশপ্রেম! কর্নাটকে তেরঙ্গার বদলে কলেজে উড়ল গেরুয়া নিশান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest