School bathrooms in deplorable condition, teachers demand leave during menstruation in Uttar Pradesh

স্কুলের বাথরুমের অবস্থা শোচনীয়, উত্তরপ্রদেশে ঋতুস্রাবের সময় ছুটির দাবি শিক্ষিকাদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যের স্কুলগুলির বাথরুমের (Toilet) অবস্থা একেবারেই ভাল নয়। তাই প্রতি মাসে ঋতুস্রাব (Periods) চলাকালীন তিন দিনের ছুটির দাবি করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শিক্ষিকারা। যোগীরাজ্যে নতুন করে গঠিত শিক্ষিকাদের এক সংগঠনের তরফে এই দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই মন্ত্রীদের কাছে সেই দাবি পৌঁছেও দেওয়া হয়েছে। জন প্রতিনিধিদের সঙ্গেও দেখা করছেন শিক্ষিকারা। বুঝিয়ে বলার চেষ্টা করা হচ্ছে, কেন এই ছুটি চাইছেন তাঁরা।

ওই সংগঠনের দাবি, উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলির বাথরুমের হাল খুবই খারাপ। ফলে ঋতুস্রাবের সময় প্রবল অসুবিধায় পড়তে হয় শিক্ষিকাদের। সেই কারণেই এই বিশেষ ‘পিরিয়ড লিভ’-এর প্রয়োজন। ৬ মাস আগে গঠিত হয়েছে এই সংগঠন। ৭৫টি জেলার মধ্যে ৫০টি জেলাতেই তাদের অস্তিত্ব রয়েছে।

আরও পড়ুন :  Stiff Neck: একটানা কাজ করার পর হঠাৎ ঘাড় শক্ত হলে কী কী করবেন?

সংগঠনের প্রধান সুলোচনা মৌর্য এপ্রসঙ্গে জান‌িয়েছেন, ‘‘অধিকাংশ স্কুলেই ২০০ থেকে ৪০০ ছাত্রীদের সঙ্গেই বাথরুম ব্যবহার করতে হয় শিক্ষিকাদের। বাথরুমগুলি পরিষ্কার করা হয় না বললেই চলে। বহু ক্ষেত্রেই বাথরুমে যাওয়া এড়াতে জল কম খেয়ে মূত্রনালির সংক্রমণে ভুগতে হয়। অনেক সময়ই নোংরা বাথরুম এড়াতে মাঠে যাওয়া ছাড়া উপায় থাকে না। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ঋতুস্রাব শুরু হলে। কেননা বহু শিক্ষিকাই ৩০-৪০ কিলোমিটার দূর থেকে আসেন।’’

উত্তরপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৭০ শতাংশ শিক্ষিকা থাকলেও অন্যান্য সংগঠনগুলিতে পুরুষদেরই প্রাধান্য থাকে। তাঁরা এই ধরনের ইস্যুকে গুরুত্ব দেন না বলেই জানিয়েছেন সুলোচনা। আর সেই কারণেই এই নতুন সংগঠনের সূচনা।যদিও যোগী প্রশাসনের দাবি, ৯৫.৯ শতাংশ স্কুলেই ছেলে ও মেয়েদের আলাদা বাথরুম রয়েছে। যা গোটা দেশের গড় হিসেবের থেকেও বেশি। কিন্তু তা থাকলেও সেই বাথরুমগুলি একেবারেই পরিষ্কার করা হয় না বলে দাবি শিক্ষিকাদের। ফলে সমস্যার হাত থেকে বাঁচতে মাসের ওই বিশেষ দিনগুলিতে ছুটি ছাড়া উপায় নেই বলেই মত তাঁদের

আরও পড়ুন : Stiff Neck: একটানা কাজ করার পর হঠাৎ ঘাড় শক্ত হলে কী কী করবেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest