Sensex, Nifty at historic heights! The stock market has been strong since the beginning of Wednesday

ঐতিহাসিক উচ্চতায় সেনসেক্স, নিফটি! বুধবার শুরু থেকেই চাঙ্গা শেয়ারবাজার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অর্থনৈতিক পুনরুদ্ধারের শক্তিশালী ইঙ্গিত মিলছে শেয়ার বাজারে! কারণ, এ সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের Sensex, Nifty সূচক। গতকাল সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১৮টিই লাভের মুখ দেখেছে।মঙ্গলবার দ্বিতীয় ট্রেডিং সেশনে শেয়ার বাজার বিশাল লাভের সাথে বন্ধ হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক মঙ্গলবার ০.৭৩ শতাংশ বা ৪০৩.১৯ পয়েন্ট বেড়ে ৫৫৯৫৮.৯৮ পয়েন্টে বন্ধ হয়েছিল। নিফটি সূচক ০.৭৮ শতাংশ বা ১২৮.১৫ পয়েন্ট বেড়ে ১৬,৬২৪.৬০ পয়েন্টে বন্ধ হয়।

বুধবারেও ভারতীয় শেয়ারবাজারগুলি বৃদ্ধির সঙ্গেই খুলেছে এবং এর প্রাথমিক ব্যবসায়ও বৃদ্ধি পেয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্স সূচক আজ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। সেনসেক্স ১০৯ পয়েন্ট বেড়ে ৫৬,০৬৭.০৬ পয়েন্টে খোলে।

বুধবার সকাল পৌঁনে দশটা নাগাদ ০.০৯ শতাংশ বা ৪৯.৩৯ পয়েন্ট বেড়ে ৫৬,০০৮.৩৭ পয়েন্টে লেনদেন করেছে। প্রথম ট্রেডে সেনসেক্স সর্বোচ্চ ৫৬,১৮৮.৪৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। আজ প্রথম সেশনে ৩০টি সেন্সেক্স স্টকের মধ্যে ১৭টি স্টক লাভের মুখ দেখেছে। টাটা স্টিল, নেসলে ইন্ডিয়া, আইটিসি, এনটিপিসি এবং এইচডিএফসি প্রথম ট্রেডে সেনসেক্স শেয়ারে সবচেয়ে বেশি লাভ করেছে।

আরও পড়ুন: বুধবারেও পড়ল সোনার দর, আরও সস্তা হল রুপো!

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি সূচকও দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী। নিফটি বুধবার ১৬,৬৫৪ পয়েন্টে খোলে। তারপর সকাল ৯টা ৪৯ মিনিটে নিফটি ০.৩৪ শতাংশ বা ৫৭.৩৫ পয়েন্ট বেড়ে ১৬,৬৮১.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। এ দিনের শুরুতে, নিফটির ৫০টি স্টকের মধ্যে ৩৫টিই লাভের মুখ দেখেছে।

নিফটি শেয়ারে সবচেয়ে বেশি লাভ দেখা গেছে হিন্দালকো, এইচডিএফসি লাইফ, টাটা মোটরস, আদানি পোর্টস এবং ওএনজিসিতে। পাশাপাশি, টাইটান, এইচসিএল টেক, এশিয়ান পেইন্ট, টেক মাহিন্দ্রা এবং ডাঃ রেড্ডির শেয়ার দর অনেকটাই পড়েছে।

২৫ মার্চ, ২০২০-এ, নিফটি ৮,০০০ লেনদেন করছিল। এর পরবর্তী ১৬ মাসের মধ্যে নিফটি দ্বিগুণের উচ্চতায় পৌঁছে গিয়েছে। গতকালও নিফটি ১৬,৬২৪.৬০ পয়েন্টে বন্ধ হয়েছে। আজও নিফটি সূচক দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন: ‘ধর্ষক’ সাংসদের শাস্তির দাবিতে গায়ে আগুন, মৃত্যু হল গাজিপুরের সেই নির্যাতিতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest