Site icon The News Nest

দিল্লিতে মোদি-পওয়ার বৈঠক! কী নিয়ে আলোচনা দুই নেতার, শুরু জল্পনা

MODI POWER

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার প্রাক্কালে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। প্রায় ৫০ মিনিট তাঁদের বৈঠক হয় বলে জানা গিয়েছে। যা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

আরও পড়ুন: কংগ্রেসের অন্দরেই অনেকে আছেন, যাঁরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, তাঁদের ছুঁড়ে ফেলতে হবে :রাহুল

মহারাষ্ট্রে শরদ পাওয়ারের এনসিপি (NCP) কংগ্রেস (Congress) ও শিবসেনার (Shiva Sena) সঙ্গে হাত মিলিয়ে সরকার চালাচ্ছে ৷ পাশাপাশি সম্প্রতি তিনি নয়াদিল্লিতে মোদি বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন ৷ অন্যদিকে তিনি আবার বৈঠক করেছেন সেই নরেন্দ্র মোদির সঙ্গেই ৷ তাই তাঁর রাজনৈতিক অবস্থান ঠিক কী, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ আর আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে পাওয়ারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কারণ, সংসদের উচ্চকক্ষে এখনও সংখ্যালঘু মোদি সরকার (Modi Government) ৷ ফলে তাঁরা যে বিল নিয়ে আসে, তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করাতে বেগ পেতে হয় ৷ প্রতিবারই সহযোগী কোনও রাজনৈতিক দল বা বিরোধীপক্ষের কোনও দলকে ‘ম্যানেজ’ করে বিল পাস করায় কেন্দ্র ৷ তাই এবারও শরদ পাওয়ারের সঙ্গে সেই নিয়ে কোনও আলোচনা হল কি না, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে ৷

গত জুনে প্রশান্ত কিশোরের সঙ্গে শরদ ও কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিদের বৈঠক ঘিরে গুঞ্জন শুরু হয়েছিল, তবে কি তৃতীয় ফ্রন্ট গড়ার পরিকল্পনা করা হচ্ছে বর্ষীয়ান শরদকে সামনে রেখে? যদিও সেই সম্ভাবনার কথা নাকচ করে দেন বর্ষীয়ান ‌নেতা নিজেই। এর মধ্যে প্রশান্ত দেখা করেছেন গান্ধি পরিবারের সঙ্গে। এদিকে শোনা যাচ্ছিল, শরদ পওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থীও করা হতে পারে।

এমনই নানা জল্পনার মাঝেই মোদির সঙ্গে তাঁর একান্তে বৈঠক ঘিরে যে অনেক প্রশ্ন উঠে আসবে তা স্বাভাবিক। কেউ কেউ এমনও মনে করছেন, হয়তো রাজনৈতিক কোনও নতুন জোট করতে চাইছে এনসিপি-বিজেপি। মহারাষ্ট্রে সরকার গড়তে কোনও নয়া পরিকল্পনা করা হচ্ছে কিনা, তেমন প্রশ্নের মধ্যেই একেবারে ভিন্ন কথা শোনা এনসিপি নেতা ও মহারাষ্ট্রের নেতা নবাব মালিকের মুখে।

তিনি পরিষ্কার জানিয়েছেন, ‘‘বিজেপি ও এনসিপি হল একই নদীর দুই প্রান্ত। যতক্ষণ নদীতে জল রয়েছে, দুই প্রান্ত মিলতেই পারে না। আমরা একেবারেই ভিন্ন মতাদর্শ নিয়ে চলি। রাজনৈতিক ভাবে এবং নীতিগত ভাবে।’’ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, এই বৈঠকটি বহুদিন ধরেই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এতদিনে মুখোমুখি হলেন দুই ন‌েতা।

যদিও রাজধানীর রাজনৈতিক মহলের অন্য একটি অংশের বক্তব্য, অশীতিপর এই মারাঠি নেতার সঙ্গে নয়াদিল্লিতে সব দলেরই সম্পর্ক খুব ভাল ৷ শুক্রবারও তিনি পীযূষ গোয়েল, রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন ৷ আর আজ, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ৷ এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন: ‘নাইট কার্ফু’ অমান্য করলেই মোটা অঙ্কের জরিমানা! এবার কঠোর সিদ্ধান্তের পথে নবান্ন

 

 

Exit mobile version