shiv sena: Uddhav Thackeray Attacks Amit Shah, moves SC against EC decision on 'Shiv Sena' name and poll symbol

shiv sena: কটাক্ষ ‘মোগ্যাম্বো’কে! তির-ধনুক ফেরাতে গিয়ে সুপ্রিম দ্বারে উদ্ধব, CJI বললেন, ‘কালকে আসুন’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দল হাতছাড়া হয়েছে, নির্বাচনী প্রতীক ‘তির-ধনুক’ গিয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন উদ্ধব ঠাকরে। ‘তির-ধনুক’ প্রতীক ফিরে পেতে শীর্ষ আদালতে মামলার আবেদন করে তা জরুরি ভিত্তিতে শুনানি করার জন্য বলেছিলেন উদ্ধবের আইনজীবী। তবে উদ্ধব পক্ষের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ‘সরি, আপনাকে মেনশনিং লিস্টে (আজকে যে যে মামলা উত্থাপিত হবে, তার তালিকা) থাকতে হবে। আপনারা কালকে আসুন।’

উল্লেখ্য, এই ইস্যুতে আগেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উদ্ধব শিবির। তখন নির্বাচন কমিশনকে কোনও সিদ্ধান্ত নেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে গত শুক্রবার শেষ পর্যন্ত নির্বাচন কমিশম জানিয়ে দিল, দল ও প্রতীক দুটোই একনাথ শিবিরের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব শিবির।

আরও পড়ুন: BBC Row : ‘সুপ্রিম কোর্টকে দেশবিরোধী শক্তির হাতিয়ার করা হচ্ছে’, দাবি RSS-এর মুখপত্রে

সোমবার এক সাংবাদিক সম্মেলনে উদ্ধব ঠাকরে বলেন, ‘আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে কেন আছেন? আমার কাছে কিছুই নেই, আমার থেকে সব চুরি হয়ে গিয়েছে। তাও আপনারা এখনও এখানে কেন? অন্য দল আমাদের নাম ও প্রতীক নিয়ে নিলেও তারা আমাদের ঠাকরের নাম নিতে পারবে না। আমি ভাগ্যবান যে বালাসাহেব ঠাকরের পরিবারে জন্মগ্রহণ করেছি। দিল্লির সাহায্য নিয়েও তারা তা ছিনিয়ে নিতে পারবে না।  দিল্লিতে বসে যারা শিবসেনাকে শেষ করার ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আমি আমার নীতি ত্যাগ করিনি। আমি কখনই হিন্দুত্ব ছাড়িনি, যে হিন্দু তার এখন কথা বলা উচিত।’ এরপর তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ভেঙ্গে দেওয়া উচিত। কিছু নির্দিষ্ট লোককে বাছাই করে এই কমিশন গঠন করা ঠিক নয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এর পুনর্গঠন করা উচিত।’

অন্যদিকে, বিজেপির ‘চাণক্য’ তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ রবিবারই শিবসেনার নাম-প্রতীক একনাথ শিন্ডের শিবিরের হস্তগত হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন যুগিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দুধ কা দুধ, অউর পানি কা পানি হো গয়া।’’ এই হিন্দি প্রবাদের অর্থ সত্যোদ্ঘাটন হওয়া। অর্থাৎ মহারাষ্ট্রে এখন বিজেপির সঙ্গে জোট বেধে ক্ষমতাসীন শিবসেনার যে অংশ, সেই শিন্ডে-সেনাকেই শিবসেনার নাম এবং প্রতীকের প্রকৃত ধারক হিসাবে বোঝাতে চেয়েছিলেন শাহ। এদিন শাহকে লক্ষ্য করে উদ্ধব বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মোগ্যাম্বো খুশ হুয়া!’

আরও পড়ুন: Kashmir: স্নোবাইক চালাচ্ছেন প্রিয়াঙ্কা! পিছনে বসে রাহুল গান্ধী, ভাইরাল ভিডিয়ো

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest