Sonu Sood, the 'messiah' of the poor, is the brand ambassador of the Kejriwal government

Sonu Sood: কেজরিওয়াল সরকারের ব্রান্ড অ্যাম্বাসাডর গরিবের ‘মসিহা’ সোনু সুদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লকডাউনের (Lock Down) সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভারতবাসীর মন জয় করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তার পরও গত দেড় বছরে তাঁকে বিভিন্ন রকম সমাজসেবা মূলক কাজে যোগ দিতে দেখা গিয়েছে ৷ এবার তাঁর সেই জনপ্রিয়তাকে ব্যবহার করতে উদ্য়োগী হল দিল্লি সরকার (Delhi Government) ৷

বৃহস্পতিবার থেকেই গরিবের ‘মসিহা’ সোনু সুদকে নিয়ে চলছিল জল্পনা। শোনা গিয়েছিল আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ হতে চলেছেন তিনি। বলিউড অভিনেতা সোনু সুদ সেই জল্পনা আরও বাড়িয়ে শুক্রবার সকালে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে।

দেখা করার পরই অবসান হল সব জল্পনার । সোনু সুদকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ঘোষণা করলেন দিল্লি সরকারের নতুন কর্মসূচিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন সোনু। সেই কারণেই শুক্রবার সকালে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়া, আম আদমি পার্টির বিধায়ক রাঘভ চাড্ডা এবং কিরণ গিলত্রা।

আরও পড়ুন: Kuttey: সামনে এল ‘কুত্তে’ ছবির প্রথম লুক, মুগ্ধ দর্শক

সোনু সুদ দিল্লি সরকারের ‘দেশ কে মেন্টর’ নামে এক অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। দিল্লির ৯ থেকে ১২ ক্লাসের ছাত্রীদের শিক্ষার অগ্রগতির জন্য এক বিশেষ অনুষ্ঠান করতে চলেছে সরকার। সেই অনুষ্ঠানের জন্যই সোনুকে বেছে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিনেতা সোনু সুদ যেভাবে সাধারণ মানুষের কাজ করছেন করোনা পরিস্থিতিতে তিনি দেশের অনুপ্রেরণা। সেই কারণে দিল্লির ছাত্র ছাত্রীদের আরও শিক্ষার দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাতে পারবেন তিনি। এই বিষয়ে সোনু বলেছেন, আমি ছাত্রদের মেন্টর হওয়ার সুযোগ পেয়েছি। ছাত্রদের গাইড করার চেয়ে বড় পরিষেবা আর কিছু হয় না। আমি নিশ্চিত আমরা পারব।’ তবে, রাজনীতিতে যোগদানের বিষয় মুখ খোলেনি কোন পক্ষই।

সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী দেবে আম আদমি পার্টি। আর কিছুদিন আগেই পাঞ্জাবের করোনা ভ্যাকসিন ক্যাম্পের মুখ ছিলেন সোনু। সেই মুখকেই পাঞ্জাব নির্বাচনের আগে কাজে লাগিয়ে আম আদমি পার্টি পাঞ্জাবে লড়াইয়ের পরিকল্পনা করছে কিনা এখন দেখার বিষয় সেটাই।

আরও পড়ুন: Ruby Roy 3.0: আর কল্পনা নয়, ঈশানের গানে পর্দা সরিয়ে সামনে এলেন রুবি রায়!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest