রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা। লড়বেন পঞ্জাব নির্বাচনে। রবিবার একথা ঘোষণা করলেন অভিনেতা সোনু সুদ। আগামী বছরের শুরুতে হবে এই বিধানসভা নির্বাচন। তবে কোন দলের হয়ে লড়তে চলেছেন মালবিকা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি সোনু।
করোনাকালে দুস্থ-অসহায়দের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। বহু পরিযায়ী শ্রমিকের মসিহা অভিনেতা সোনু সুদ। কিন্তু রাজনীতি থেকে সবসময় দূরে থাকতে চান। তবে দূরে থেকেও দূরে থাকতে পারলেন না সোনু। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। রবিবার সাংবাদিক সম্মেলন করে বোনের রাজনীতির ময়দানে নামার কথা জানালেন সোনু সুদ।
বলিউড অভিনেতা এদিন বলেন পাঞ্জাবের জনতার সেবা করতে চান তাঁর বোন। তবে কোন দলে তিনি যোগ দেবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। সঠিক সময়ে সেটা জানানো হবে বলে জানিয়েছেন সোনু। বলেছেন, “মালবিকা পাঞ্জাবের মানুষের জন্য কাজ করতে চান। মানুষের সেবায় তাঁর অঙ্গীকার থেকে সরে আসবেন না।” মালবিকা কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, সেই প্রশ্নের জবাবে সোনু বলেন, ‘‘রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপার হল নীতি। আমার বোন মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন। এ বার তাঁর সেই লক্ষ্যেই যাত্রা শুরু হল।’’
দল এখনও ঠিক না হলেও, মালবিকা কোথা থেকে ভোটে লড়তে চান, তা স্পষ্ট করে দিয়েছেন সোনু। সোনুরা পঞ্জাবের মোগার বাসিন্দা। বোন মালবিকা সেখান থেকেই আসন্ন বিধানসভা ভোটে লড়তে চান। বোনকে নিয়ে প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেও, তাঁর নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে বিশেষ কিছুই খোলসা করেননি সোনু। কেবল জানিয়েছেন, এখনও সেই সময় আসেনি। কিন্তু কোনও দিন সেই সময় এলে নীতির ভিত্তিতেই দল বাছবেন। এমন কোনও দলে যোগ দিতে পারেন, যেখানে পিছন থেকে ছুরি মারার লোক নেই এবং অতি অবশ্যই পাবেন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ। সোনুর কথায়, ‘‘সেই সংগঠন রাজনৈতিক বা অরাজনৈতিক, যে কোনও কিছুই হতে পারে।’’