Star Series Notes: What are ‘Star Series’ bank notes? Is it legal to use notes with ‘star’ symbol? RBI clarifies

Star Series Notes: নোটের নম্বর প্যানেলে ‘*’ চিহ্ন রয়েছে? বৈধ কিনা জানিয়ে দিল RBI?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্যাঙ্কনোটে (Bank note) যে সিরিয়াল নম্বর থাকে সেখানেই মাঝে মধ্যে দেখা যায় সিরিয়াল নম্বরের মাঝে একটি তারা চিহ্ন রয়েছে। * চিহ্ন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ওই ব্যাঙ্কনোট আসল না কি নকল তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) নানা পোস্টও দেখা গিয়েছে। সাধারণ জনমানসে সেই ব্যাঙ্কনোট নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

* চিহ্ন থাকায় ওই নোট আসল কি না তা নিয়েও সংশয় বাড়ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই বিষয়ে এবার মুখ খুলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বৃহস্পতিবারই RBI-এর তরফ থেকে বলা হয়েছে ওই নোটের ব্য়াপারে। ওই ব্যাঙ্কনোট সম্পূর্ণ আসল, বাকি নোটগুলির মতোই।

আরও পড়ুন: Indian woman: এবার প্রেমের টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গেলেন ভারতীয় অঞ্জু!

বৃহস্পতিবার প্রেস বিবৃতি জারি করে RBI জানাল, এই ‘স্টার’ চিহ্ন দেওয়া নোটগুলি মোটেই জাল নয়। বরং বৈধ। এগুলি পুনর্মুদ্রিত কিংবা বদল করা নোট। ওই চিহ্নই তার প্রমাণ। সাধারণত, ১০০টি নোটের প্যাকেটে থাকা কোনও একটির ছাপায় গণ্ডগোল হলে তা বদল করা হয়। সেই বদলি নোটেই সিরিয়াল নম্বরে এই ‘স্টার’ থাকে। ফলে এর বৈধতা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। অর্থাৎ ওই নোট যে Replaced বা Reprinted সেটা বোঝাতেই ওই চিহ্ন দেওয়া হয়।

নোটবাতিলের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে দেশবাসীকে। গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে দু’হাজারি নোট। গোলাপি সেই টাকা বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। এর মধ্যেই এমন ‘তারকা’ টাকা মাথাব্যথা বাড়িয়েছে আম জনতার।আরবিআই সূত্রে খবর, এমনটা নতুন নয়। ২০০৬ সালে প্রথমবার ‘স্টার’ সিরিজের নোট বাজারে আনা হয়েছিল। আগে মূলত ১০, ২০ ও ৫০ টাকায় এমন তারকা চিহ্ন দেখা যেত। এখন ১০০ এবং ৫০০-র নোটেও এমন সিরিজ আনা হয়েছে। তবে খেয়াল রাখা জরুরি, নোটের নম্বরে প্রথম তিনটি অক্ষরের পরেই এই ‘স্টার’ থাকবে।

আরও পড়ুন: Yuge Yugeen Bharat: খরচ কোটি কোটি টাকা, পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর তৈরি হচ্ছে ভারতে

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest