Army deploys over 15,000 troops to counter Chinese aggression in Ladakh

চিনকে সবক শেখাতে লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন করল Indian Army

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সীমান্তে মাঝেসাঝেই চোখ রাঙায় লালফৌজ (PLA)। কখনও সীমান্ত বরাবর চলে চিনা সেনার টহল, তো কখনও LAC’র ধারে ওড়ে লালফৌজের কপ্টার। এবার চিনের উপর চাপ তৈরি করতে পূর্ব লাদাখ (Eastern Ladakh) সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করল ভারত। নর্দান কম্যান্ডের আওতাধীন সন্ত্রাসদমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়। উদ্দেশ্য, চিনের উসকানিমূলক আচরণের জবাব দেওয়া। প্রয়োজন মতো চিনা আগ্রাসন রুখে দেওয়া। ভারতীয় সেনার এ হেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : অলৌকিক : জানুন খাজা মইনুদ্দিন চিশতী (রহ:) ইশারায় আনা সাগরের জল শুকিয়ে যাওয়ার ঘটনা

সংবাদ সংস্থা সূত্রে খবর, এক সরকারি সূত্র জানিয়েছে মাস কয়েক আগেই সন্ত্রাসদমন শাখার ১৫ হাজার জওয়ানকে পূর্ব লাদাখে মোতেয়ন করা হয়েছে। চিনের আগ্রাসনের কড়া জবাব দিতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

গত বছর জুন-জুলাই মাস নাগাদ লাদাখ সীমান্তে একাধিকবার উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। এমনকী, তাঁদের আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। এর পর থেকেই লাদাখ সীমান্ত সুরক্ষায় আরও বেশি জোর দিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যাঁরা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ।

গত বছর চিনা আগ্রাসনের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও। এমন পরিস্থিতিতে নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : অলৌকিক : জানুন সাধক ত্রৈলঙ্গ স্বামী সম্পর্কে অজানা কিছু কথা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest